Virat and Gambhir: বিরাটে মজে সারা দুনিয়া, গম্ভীর শোধারালেন না, আলিঙ্গনেও চেপে রাখতে পারলেন না মনের ভাব, রইল ফটোতে প্রমাণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Virat and Gambhir Relation: পরে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর কোহলিকে অভিনন্দন জানাচ্ছেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। গৌতম গম্ভীর আলিঙ্গন করেন বিরাটকে, কিন্তু সেটা ছিল একেবারে দায়সারা৷
advertisement
1/9

কলকাতা: ভারতের মাটিতে ফেব্রুয়ারি মাসের পর প্রথম শতরান এল বিরাট কোহলির ব্যাট থেকে৷ শুধু শতরানই করেছেন তাই নয়, ধামাকা দিয়ে এমন খেলেছেন যে প্রোটিয়া বোলারদের মনে হচ্ছিল ক্লাব স্তরের বোলার৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচে ১৭ রানে জয় পেয়েছে ভারত৷
advertisement
2/9
না সবটা ভাল নেই- সারা দেশ বিরাট কোহলিকে নিয়ে মজে থাকলেও কোচ গম্ভীর একেবারে শুকনো মুখেই বিরাটকে সম্মান জানানোর দায় সেরেছেন৷ এমনকি বোর্ডও নাকি এই পরিস্থিতি বদলে দুই পক্ষের মধ্যে সমাধান সূত্র খুঁজে পেতে চাইছে৷ বিরাট কোহলি আবারও নিজের দক্ষতার সারা দুনিয়াকে মনে করিয়ে দিয়েছেন তিনি কে, তিনি কী কী পারেন৷ রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পাওয়ার অন্যতম বড় কাণ্ডারি। জেএসসিএ ইন্টান্যাশানাল কয়েক মাস পর নিজের ঘরে ফেরার ম্যাচে কোহলির পুরনো দিনের ইনিংস দেখে দর্শকরা পুরো টাকা উসুল করলেন।
advertisement
3/9
ভারত টানা ১৯-তম ওডিআই-তে টস হারে আর ওপেনার যশস্বী-কে তাড়াতাড়ি হারায়। তবে ঘরের দর্শকরা কোহলির মাঠে নামার সঙ্গে সঙ্গেই, তাঁকে এই সময়ের সেরা বলে দেন দর্শক থেকে সুনীল গাভাসকর সকলেই৷
advertisement
4/9
কোহলি নিজের এদি ৫২তম শতরান করবেনই এমনটাই ভেবে মাঠে নেমেছিলেন৷ শতরান করার ক্ষুধা নিয়ে, ৫২-তম শতরান করলেন, ১২০ বলে ১৩৫ রান করলেন, ১১টা চার আর ৭টা ছক্কা মারলেন।
advertisement
5/9
শতরান করার পর কোহলি পুরনো দিনের মতো আকাশের দিকে লাফিয়ে সেলিব্রেশন করেন, যেটা তাঁর শুরুর দিন থেকে ফ্যানরা অনেকবার দেখেছেন ফ্যানরা৷ ড্রেসিং রুমে তাঁর সতীর্থরা উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন, রোহিত শর্মার রিঅ্যাকশন ভাইরাল হয়ে গেল।
advertisement
6/9
পরে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর কোহলিকে অভিনন্দন জানাচ্ছেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। গৌতম গম্ভীর আলিঙ্গন করেন বিরাটকে, কিন্তু সেটা ছিল একেবারে দায়সারা৷
advertisement
7/9
কোহলি এদিন প্লেয়ার অফ দ্য ম্যাচ পেলেন আর টেস্ট ক্রিকেট নিয়ে যে গসিপ ছিল, সেটাতেও জল ঢেলে দেন৷ কোহলি বলেন, “হ্যাঁ, এটা সবসময় এমনই থাকবে। আমি শুধু একটা ফরম্যাট খেলছি৷” কোহলি আরও বললেন, তিনি আগের মতো এত ম্যাচ খেলবেন না বলে কেউ কেউ ভাবছেন তিনি হয়তো ফর্ম হারাবেন।
advertisement
8/9
“আমি ৩০০-এর বেশি ODI খেলেছি, আর গত ১৫-১৬ বছরে অনেক cricket খেলেছি। যেমন বললাম, যদি আপনি game-এর সাথে থাকেন, আর প্র্যাকটিসে বল মারার সময় আপনার reflexes থাকে, আপনার শারীরিক ক্ষমতা থাকে লম্বা সময় ব্যাট করার, তাহলে ঠিক আছে,” Kohli বুঝিয়ে দিলেন।
advertisement
9/9
এই ব্যাটিং মাস্টার, যিনি ODI-তে ১৪৩৯০ রান করলেন ৩০৬টা ODI-তে, নিজের ফর্ম নিয়েও বললেন। “যদি আপনি নেটে দেড়-দুই ঘণ্টা ব্যাট করতে পারেন, বিরতি না নিয়ে, তাহলে আপনি সবকিছু ঠিকঠাক করছেন। হ্যাঁ, বুঝতে পারি, ফর্মে ডিপ থাকলে ম্যাচ খুঁজে ফর্ম ফেরানোর চেষ্টা করেন। কিন্তু যতক্ষণ আপনি ভালো বল মারছেন আর ভালো cricket খেলছেন, আমার মনে হয় এই স্টেজে, আমার অভিজ্ঞতা নিয়ে, আমার জন্য শারীরিকভাবে ফিট থাকা, মানসিকভাবে প্রস্তুত থাকা আর খেলতে আগ্রহী থাকা দরকার। আর বাকি সবকিছু আপনাআপনি ঠিক হয়ে যাবে,” তিনি বললেন।