Viral Photo: কালো পোশাকে মোটে ঢাকল না অনুষ্কা শর্মার স্তনযুগল, মুগ্ধ স্বামী বিরাট কোহলি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাকি না দেখুক বা না দেখুক স্ত্রী অনুষ্কা শর্মার রূপ-যৌবনে বুঁদ হয়ে রয়েছেন বিরাট কোহলি৷
advertisement
1/6

#মুম্বই: অনুষ্কা শর্মার (Anushka Sharma) রূপ যৌবনের সবচেয়ে বড় প্রশংসক খোদ তাঁর স্বামী বিরাট কোহলি (Virat Kohli)৷ সম্প্রতি একটি কালো পাশ্চাত্য পোশাকে একেবারে নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দিলেন অনুষ্কা শর্মা৷ তাঁর যৌবন মাখা শরীর পোশাকের ফাঁক দিয়ে ইতিউতি স্তনযুগলের দর্শন একেবারে ভাইরাল ফটো করে দিল তাঁর সাম্প্রতিক ফটো৷ Photo Courtesy- Instagram
advertisement
2/6
করণ জোহরের ৫০ তম জন্মদিনের সেলিব্রেশন ছিল এবারের বলিউডের সবচেয়ে হ্যাপেনিং অনুষ্ঠান৷ তাঁর এই জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য এরকম জ্বলওয়া সেজেছিলেন অনুষ্কা শর্মা৷ তাঁর এই ফটো দেখে সামান্থা রুথ প্রভু, দিয়া মির্জা তাঁর ছবি ভালবাসায় ভরিয়ে দেন৷ তবে সবচেয়ে বেশি ভালবাসা দিয়েছেন তিনি তাঁর স্বামী বিরাট কোহলি৷ Photo Courtesy- Instagram
advertisement
3/6
আইপিএল ২০২২ -এ প্লে অফ খেলায় ব্যস্ত থাকলেও স্ত্রীর ছবিতে ভালবাসা ভরিয়ে দিতে কোনও ভুল করেননি বিরাট কোহলি৷ Photo Courtesy- Instagram
advertisement
4/6
অনুষ্কা শর্মা এই মুহূর্তে ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য জোরকদমে প্রস্তুতি সারছেন৷ ভারতীয় মহিলা দলের অন্যতম তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী -র জীবন সেলুলয়েডে ফুটিয়ে তুলবেন তিনি৷ তাঁর জন্যই স্কিন টোনে একটি ট্যান ফিল এনেছেন যা তাঁর লাস্যময়ী আবেদন আরও বাড়িয়ে দিয়েছেন৷ Photo Courtesy- Instagram
advertisement
5/6
তাঁর পরণে আঁটোসাঁটো স্কার্ট আরও স্লিট৷ তাঁর পরণে ক্রপ টপ, পোশাকে কি হোল নেক! তাঁর গায়ের রঙের ট্যানের সঙ্গে তা অপরূপ দেখতে লাগছিল৷ করণ জোহরের অনুষ্ঠানে অনুষ্কা শর্মা, রশ্মিকা মন্দনা, সারা আলি খান এবং গৌরী খানও কালো পোশাকই বেছেছিলেন৷ Photo Courtesy- Instagram
advertisement
6/6
অনুষ্কা শর্মা করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে কাজ করেছিলেন৷ Photo Courtesy- Instagram