TRENDING:

Viral News: ক্রিকেটে ৩টি উইকেট থাকার পিছনে রয়েছে কোন রহস্য, উত্তর অজানা ৯৯ শতাংশ মানুষের

Last Updated:
Viral News: আধুনিক ক্রিকেটে উইকেটেরও অনেক পরিবর্তন হয়েছে, যা একসময় ছিল না। বর্তমানে উইকেটে সেনসর লাইট, ক্যামেরা, মাইক থাকছে। যাতে আম্পায়রের কাজে অনেক সুবিধা হয়। তবে অনেকেরই প্রশ্ন থাকে ক্রিকেটে পিচের প্রতি প্রান্তে তিনটি করে কেন উইকেট থাকে।
advertisement
1/6
ক্রিকেট খেলায় ৩টি উইকেট থাকে কেন, উত্তর অজানা ৯৯ শতাংশ মানুষের
বর্তমানে এদেশের সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটের ইতিহাস কয়েক শতকের। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমশ আধুনিক হচ্ছে ক্রিকেট। টেস্ট, ওডিআই, টি-২০ থেকে টি-১০। যত দিন এগিয়েছে তত পরিবর্তন এসেছে নিয়ম-কানুন থেকে সরঞ্জামে।
advertisement
2/6
ক্রিকেটের সরঞ্জামের কথা বললে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল উইকেট। আধুনিক ক্রিকেটে উইকেটেরও অনেক পরিবর্তন হয়েছে, যা একসময় ছিল না। বর্তমানে উইকেটে সেনসর লাইট, ক্যামেরা, মাইক থাকছে। যাতে আম্পায়রের কাজে অনেক সুবিধা হয়। তবে অনেকেরই প্রশ্ন থাকে ক্রিকেটে পিচের প্রতি প্রান্তে তিনটি করে কেন উইকেট থাকে। অর্থাৎ কেন ৩টি উইকেট ব্যবহার করা হয়।
advertisement
3/6
শোনা যায় ১৬ শতকে ইংল্যান্ডে শুরু হয়েছিল ক্রিকেট খেলা। ১৮৭৭ সালে হয়েছিল প্রথম সরকারি ক্রিকেট ম্যাচ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে একে অন্যান্য দেশে ক্রিকেট খেলতে শুরু করে। ক্রিকেটের নিয়ম-কানুন সংশোধনের জন্য রয়েছে মেরিলিন ক্রিকেট ক্লাব। এমসিসি-ই ৩০০ বছরের বেশি সময় ধরে ক্রিকেটের আইনের রক্ষক।
advertisement
4/6
এবার জানা যাক ক্রিকেটে কেন তিনটি উইকেটের ব্যবহার করা হয়, এবং তা প্রথম থেকেই এমন ছিল কিনা। ক্রিকেটে শুরু সময় থেকে তিনটি উইকেটে খেলা হত না। সেই সময় দুটি উইকেট ও একটি বড় বেল দিয়েই খেলা হত। অর্থাৎ অফ স্টাম্প ও লেগ স্টাম্প।
advertisement
5/6
সেই সময় বিজ্ঞান বা প্রযুক্তির ব্যবহার ক্রিকেটে শুরু হয়নি। যেমন রিভিউ, থার্ড আম্পায়ার, স্নিকো সহ একাধিক বিষয়। তাই অনেক সময় দুটি উইকেটে মাঝ দিয়ে বল চলে গেলে বোঝা যেত না আউট হয়ছি কি হয়নি। তা নিয়ে দেখা দিত সমস্যা।
advertisement
6/6
তাই পরবর্তীতে এমসিসি এই নিয়মের পরিবর্তন করে। তখন থেকেই ২টি উইকেটের বদলে তিনটি উইকেটে খেলা শুরু হয়। অফ স্টাম্প, লেগ স্টাম্পের পর আসে মিডিল স্টাম্প। একসঙ্গে বেলও দুটি করা হয়।
বাংলা খবর/ছবি/খেলা/
Viral News: ক্রিকেটে ৩টি উইকেট থাকার পিছনে রয়েছে কোন রহস্য, উত্তর অজানা ৯৯ শতাংশ মানুষের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল