TRENDING:

Viral News: শরীরী আঁকেবাঁকে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, চিনে নিন বিশ্বের সবথেকে সুন্দরী ও হট টেনিস ইনফ্লুয়েন্সারকে

Last Updated:
Viral News: সোশ্যাল মিডিয়ার যুগে ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব প্রতিনিয়ত বেড়েই চলেছে। তেমনই বিশ্বের অন্যতম সেরা সুন্দরী টেনিস ইনফ্লুয়েন্সার হলেন রাখেল স্টুহলমান। রইল তার মন ভোলানো ছবি ও তথ্য।
advertisement
1/8
শরীরী আঁকেবাঁকে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, চিনুন বিশ্বের হটেস্ট টেনিস ইনফ্লুয়েন্সারকে
সোশ্যাল মিডিয়ার যুগে ইনফ্লুয়েন্সার রমরমা। তেমনই বিশ্বের অন্যতম সেরা সুন্দরী টেনিস ইনফ্লুয়েন্সার হলেন রাখেল স্টুহলমান।
advertisement
2/8
মিসৌরি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমত রাজত্ব করছেন ২৬ বছর বয়সী হট অ্যান্ড সেক্সি ইনফ্লুয়েন্সার।
advertisement
3/8
রাখেল স্টুহলমানের ইনস্টাগ্রাম ফলোয়ার্সের সংখ্যা আকাশছোঁয়া। তাকে অনেকেই বিশ্বের পয়লা নম্বর টেনিস ইনফ্লুয়েন্সারও বলে থাকেন।
advertisement
4/8
টেনিসকে বরাবরই ভালোবাসতেন রাখেল স্টুহলমান। সাংবাদিক হিসেবে তিনি নিজের প্রথম কেরিয়ার শুরু করেছিলেন। তারপর ইনফ্লুয়েন্সার হন।
advertisement
5/8
কলেজ জীবনে টেনিস প্লেয়ার ছিলেন। কিন্তু টেনিসকে কেরিয়ার হিসেবে বেছে নেননি। টেনিস নিয়ে ফটো শুট করার স্বপ্ন ছিল রাখেল স্টুহলমানের।
advertisement
6/8
নিজের কেরিয়ার নিয়ে বলেন, ‘আমি ফটোশুট করতে চাইছিলাম টেনিসকে নিয়ে। আমি চেয়েছিলেন এই খেলাটাকে সবজায়গায় ছড়াতে। বিশেষ করে মেয়েদের মধ্যে।’
advertisement
7/8
সোশ্যাল মিডিয়ায় নিজের হট অবতারে একাধিক ছবি শেয়ার করে থাকেন রাখেল স্টুহলমান। তার সেই সকল ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
advertisement
8/8
রাখেল স্টুহলমানের রূপ ও যৌবন সকলকে মুগ্ধ করে। আগামি দিনে নিজের ফটো শুটের মাধ্যমে টেনিসতে ছড়িয়ে দেওয়াই প্রধান লক্ষ্য এই গ্ল্যামার কুইনের।
বাংলা খবর/ছবি/খেলা/
Viral News: শরীরী আঁকেবাঁকে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, চিনে নিন বিশ্বের সবথেকে সুন্দরী ও হট টেনিস ইনফ্লুয়েন্সারকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল