TRENDING:

Viral News: হাসিনের হলটা কী! কপিলদেবকে নিয়ে পোস্টেও শামিকে ছাড়লেন না, ভয় দেখালেন কর্মফলের!

Last Updated:
Viral News: ‘‘এখন ভাবুন, এখনই লোভকে বিদায় দিন, নইলে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে প্রস্তুত থাকুন।’’
advertisement
1/5
হাসিনের হলটা কী! কপিলদেবকে নিয়ে পোস্টেও শামিকে ছাড়লেন না,ভয় দেখালেন কর্মফলের!
বিশ্বকাপে মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সের পরে, তার স্ত্রী হাসিন জাহান ক্রিকেটারকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে অনেক শিরোনাম করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে সরাসরিভাবে  আক্রমণ না করলেও, ঘুরিয়ে  থাকেন, কিন্তু এখন তিনি মহান ক্রিকেটার কপিল দেবের সাম্প্রতিক বিতর্কের বিষয়ে তার নীরবতা ভেঙেছেন। বিতর্কিত ইস্যুতে তিনি অকপট বক্তব্য দিয়েছেন, যে বিষয়ে অনেক বড় মানুষ মন্তব্য করতে দ্বিধা বোধ করছেন।
advertisement
2/5
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ক্রিকেট ও চলচ্চিত্র জগতের সব বড় বড় নাম উপস্থিত থাকলেও ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব আমন্ত্রণ না পাওয়ায় নানা প্রশ্নের জন্ম দিচ্ছিল। নেটিজেনরাও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কপিল দেবের অনুপস্থিতিতে বিরক্তি প্রকাশ করেছেন। এই ইস্যুতে কপিল দেব নিজের বিবৃতি দিয়েছিলেন৷  শামির স্ত্রী এই  দীর্ঘ মন্তব্য করেছেন হাসিন জাহান।
advertisement
3/5
কপিল দেবের ছবি শেয়ার করে  হাসিন জাহান ক্যাপশনে লিখেছেন, ‘‘স্যার, আপনি আমাদের গর্ব। কেউ আপনাকে না ডাকলে আপনার গর্ব কখনই কমবে না। ক্রিকেট ইতিহাসে সোনালি শব্দে লেখা আছে আপনার নাম। আপনি একজন ক্রিকেটার যিনি ভারতকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছেন। কতজন এল আর কত গেল সেটা সময়ের ব্যাপার। সময় সবাইকে ভুলে গেছে।’’
advertisement
4/5
হাসিন জাহান যাই  লেখেন সেখানই শামিকে ছোট করার একটা মানসিকতা থাকে৷ তিনি লিখেছেন, '‘এখন থেকে সহ্য করতে শিখুন, আপনি সবসময় অভাগা থাকবেন। ক্ষণে ক্ষণে সবার থেকে বিচ্ছিন্নতা সহ্য করতে হয়। টাকা নষ্ট করে নিজের পরিবারের ইজ্জত নষ্ট করে ফেলেছেন, সেটাও আপনাকে বহন করতে হবে। তোমার সব অপকর্ম দূর হয়ে যাবে। কর্ম কাউকে রেহাই দেয় না। খারাপ সময়ে কেউ কাজে লাগে না, এটাই সত্য। এখন ভাবুন, এখনই লোভকে বিদায় দিন, নইলে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে প্রস্তুত থাকুন।
advertisement
5/5
হাসিন জাবান লিখেছেন,  এই কথা যেন মহম্মদ শামির বিষয়ে বলতে চেয়েছিলেন৷  তিনি বলেন, ‘‘সহ্য করা এখন শিখে নিয়েছি তুমি সবসময়েই মন্দভাগ্য রয়েছ,  তোমায় জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে ছাড়তে শিখতে হয়, সহ্য করতে হয়৷ তোমার সব বদমাইশি বেরিয়ে যাবে৷  কর্মা কাউকে ছাড়ে না৷ খারাপ সময়ে কেউ কাজে আসে না৷ এটাই সত্যি৷ এখন তুমি ভেবে নাও, লোভকে এখন বাই বাই করে দাও৷ নইলে তৈরি হয়ে যাও নিজের কর্মফল ভোগ করার জন্য৷’’
বাংলা খবর/ছবি/খেলা/
Viral News: হাসিনের হলটা কী! কপিলদেবকে নিয়ে পোস্টেও শামিকে ছাড়লেন না, ভয় দেখালেন কর্মফলের!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল