Viral Knight Riders Song: বাঙালি মেয়ের আঙুলের তালে উঠছেন, বসছেন স্টার্ক, রিঙ্কু, KKR-র তোলপাড় করা ভিডিও সুপার ভাইরাল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Viral Knight Riders Song: ‘নন্দী সিস্টার্স’-র এবার নতুন উচ্চতায়, কেকেআর থিম সঙ নিয়ে এখন নতুন করে ভাইরাল অন্তরা
advertisement
1/8

কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম জনপ্রিয় থিম সং 'করব লড়ব জিতব রে' আইপিএলের শুরুতেই শাহরুখ খানের মন মাতানো পারফরম্যান্স মাঠ করে দিয়েছিল আট থেকে আশি সকলকে।
advertisement
2/8
এবছর সেই থিম সং করব লড়ব জিতব রে-র রিমেক ভার্সন সম্প্রতি প্রকাশিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। চা নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে।
advertisement
3/8
বেশ কয়েক বছর ধরেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা নন্দী সিস্টার্স নিজেদের মিউজিক সহযোগে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। এবার কলকাতা নাইট রাইডার্সের থিম সং গেয়ে খেলার উত্তেজনার পারদ দ্বিগুণ করে দিয়েছে তারা।
advertisement
4/8
নতুন এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তরা নন্দীর পাশাপাশি তালে তাল মিলিয়ে এই গানের মজা নিচ্ছেন নাইট রাইডার্স এর তাবড়তাবড় তারকা খেলোয়াড়েরা। তার মধ্যে রয়েছে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী ও অন্যান্য খেলোয়াড়েরা।
advertisement
5/8
উত্তর ২৪ পরগনার জনপ্রিয় গায়িকা নন্দী সিস্টার্সের অন্তরা নন্দী এই গান গাওয়াতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইতে শুরু করেছে।
advertisement
6/8
আইপিএলের ট্রফি এ বছর কে জিতবে এখনও পর্যন্ত তা বলা না গেলেও, এটুকু বলা যেতে পারে আইপিএলের নতুন এই রিমেক ভার্সনের গান সবার মনে গেঁথে গিয়েছে ইতিমধ্যেই।
advertisement
7/8
শহর জুড়ে চলছে আইপিএলের মরশুম। বেশ কয়েক মরশুম বাদে কলকাতা নাইট রাইডার্সের অবস্থান রয়েছে একেবারে শীর্ষে। এই অবস্থাতেই আজ প্লে অফ কোয়ালিফায়ারে খেলছে কেকেআর৷ নাইট রাইডার্সের প্রাক্তন কাপ জয়ী ক্যাপ্টেন গৌতম গম্ভীরের তত্ত্বাবধানেই নাকি কলকাতার এরকম পারফরম্যান্স এমনটাই মত ক্রীড়াপ্রেমীদের৷
advertisement
8/8
কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম জনপ্রিয় থিম সং 'করব লড়ব জিতব রে' আইপিএলের প্রথম মরশুমেই শাহরুখ খানের মন মাতানো পারফরম্যান্স মাঠ করে দিয়েছিল আট থেকে আশি সকলকে। আবার এই বারে সেটা রিমেক হয়েও জনপ্রিয় হয়েছে পাশাপাশি এবার কেকেআরের আইপিএল পারফরম্যান্সও তুখোড়, সব মিলিয়ে গোটা বিষয়টা একেবারে জমে দই৷