TRENDING:

Sara Tendulkar: শৃঙ্গার রসে মজে সারা, শাড়ি-গয়না লাস্যময়ীকে দেখেই কি শুভমানের শতরান! তোলপাড় নেট, রইল ফটো

Last Updated:
Sara Tendulkar: শৃঙ্গার রসে মজে সারা, নিজের হাতে ঢেকে দিলেন ক্যামেরার লেন্স, নেটিজেনদের প্রশ্ন শুভমান কোথায়
advertisement
1/12
শৃঙ্গার রসে মজে সারা, লাস্যময়ীকে দেখেই কি শুভমানের শতরান! তোলপাড়
Sara Tendulkar: সারা তেন্ডুলকার বললেই সকলের মনে হয় সৌন্দর্য্যের দেবী নিজে ক্যামেরার সামনে ধরা দিলেন৷ তবে এবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে তাতে তোলপাড় নেট দুনিয়া৷ সবাই খুঁজছেন শুভমানকে৷  পিঙ্ক শাড়িতে ঝলমল করছেন   শুভমান গিলের সঙ্গে সম্ভাব্য বান্ধবী৷  সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও যত বেশি ফলোয়ার নেই, তার চেয়েও ফলোয়ার রয়েছে সারার৷
advertisement
2/12
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা, শুভমানের সঙ্গে প্রেমে রয়েছেন এমনই জল্পনা নানা মহলে৷  তাঁর ফ্যাশন সেন্স  নিয়ে সব সময়ে কথা হয়৷ কারণ অত্যন্ত এলিগেন্ট তাঁর সাজ পোশাক৷ মাখন সাদা ত্বকের সারা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল দিয়ে এই ভিডিও দেওয়ার পরেই লক্ষ লক্ষ ভিউ আসছে৷
advertisement
3/12
বলিউডের কোনো ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। ইনস্টাগ্রামে শাড়িতে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
advertisement
4/12
মাস্টার ব্লাস্টার ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সবসময়ই খবরে থাকেন। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ  ফ্যানরা৷ 
advertisement
5/12
সারা তেন্ডুলকর একটি গোলাপি শাড়ি পরে ফটোশ্যুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর শাড়ি পরার নানা ফটো ফ্যানরা স্টিল করে মনের মণিকোঠায় রেখে দিচ্ছেন৷ সারা একটি গোলাপী শাড়িতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।
advertisement
6/12
সোশ্যাল মিডিয়ায় সারার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। সারা প্রায়ই ছবি এবং ভিডিও শেয়ার করেন। এখন যে ভক্তরা শাড়িতে সারার ভিডিও দেখেছেন তারাও উচ্ছ্বসিত।
advertisement
7/12
সারা, ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন এমন খবরও ভাইরাল হচ্ছে। সারা-শুভমানকে বিভিন্ন জায়গায়   প্রায়ই একসঙ্গে দেখা যায় বলেও খবর থাকে৷
advertisement
8/12
সারার এই সৌন্দর্য্যে ভরা ছবি লাইক ও কমেন্ট ভরে গেছে৷ তবে নেটিজেনদের একটা অংশের মত সারা তো শাড়ি পরে ফটোশ্যুট করছেন তাহলে শুভমান কী করছেন! কেউ কেউ কমেন্ট করেছেন  'বলিউড অভিনেত্রীদের চেয়েও সুন্দর', কেউ কমেন্ট করছেন  'ন্যাশানাল ক্রাশ'৷
advertisement
9/12
কেউ কেউ মন্তব্য করেছেন  সারাকে এরকম অপূর্বভাবে শাড়ি পরতে দেখেই শুভমান গিল সেঞ্চুরি করেছেন। এবং একদম সঠিক কাজ করেছেন শুভমান৷
advertisement
10/12
সারা তেন্ডুলকর তাঁর মায়ের পথেই  গেছেন। সচিনের পথ মেনে ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট খেলেছেন, আর সারা তেন্ডুলকর  বিদেশে গিয়েই পড়াশুনা করছে। সারা তাঁর পিতা-মাতাকে দারুণ গর্বিত করেছেন৷ তিনি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন৷
advertisement
11/12
তিনি সিনেমা জগতে এখনও পা রাখেননি। তিনি খেলার দুনিয়াতেও নেই৷  সারাকে ঘিরে সবসময়েই সোশ্যাল মিডিয়ায় নজর থাকে৷  সারার জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া। তিনি  ক্যালিফোর্নিয়ায় পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।
advertisement
12/12
সচিনের স্ত্রী অঞ্জলি পেশায় একজন চিকিৎসক। একজন ভাল শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷
বাংলা খবর/ছবি/খেলা/
Sara Tendulkar: শৃঙ্গার রসে মজে সারা, শাড়ি-গয়না লাস্যময়ীকে দেখেই কি শুভমানের শতরান! তোলপাড় নেট, রইল ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল