TRENDING:

World Cup 2023 ফাইনালে হারের পর পায়েল ঘোষের পোস্ট 'Love always...' , মানেটা কী

Last Updated:
World Cup 2023- এক নেটিজেন বলেছেন, 'শামির জন্য আপনার বিয়ের প্রস্তাব কি এখনও খোলা আছে?' একজন বললেন, ‘শামি ভাই এবার বিয়ে কর।’ দিন কয়েক আগেই বিশ্বকাপের মধ্যেই জন্মদিন ছিল পায়েলের৷
advertisement
1/5
World Cup 2023 ফাইনালে হারের পর পায়েল ঘোষের পোস্ট 'Love always...' , মানেটা কী
‘শামি, তুমি তোমার ইংরাজি স্কিল বাড়াও আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ এই পোস্ট করেই শিরোনামে আসেন ৩৪ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী পায়েল ঘোষ। ক্রিকেটার মহম্মদ শামিকে খোলাখুলি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পায়েল। ২০২৩ বিশ্বকাপে ভারতের তারকা বোলার মহম্মদ শামির পারফরম্যান্স যত  দুর্দান্ত ছিল, ততই পাল্লা দিয়ে ভাইরাল হয়েছেন পায়েল ঘোষ৷ শামিকে দেওয়া তাঁর বিয়ের প্রস্তাব আগুনের গতিতে ছড়িয়ে পড়ে৷
advertisement
2/5
এদিকে তিনি যে শুধু সুখের পায়রা নন, সেটাও প্রমাণ করেছেন পায়েল ঘোষ৷ বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর, টিম ইন্ডিয়া বা মহম্মদ শামিকে আক্রমণ না করে  টিম ইন্ডিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন৷
advertisement
3/5
পায়েল ঘোষ যখন শর্তসাপেক্ষে মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তখন শামির স্ত্রী হাসিন জাহানও তা নিয়ে মন্তব্য করেছিলেন। হাসিন জাহান বলেন, '‘বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে এসব ঘটেই। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।'’ এখন আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পায়েলের নতুন পোস্ট।
advertisement
4/5
এদিকে এখম ম্যাচ মেকার  নেটিজেনরাপায়েল ঘোষ ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে লেখা, 'পুরো টুর্নামেন্টে টিম ইন্ডিয়া খুব ভাল খেলেছে। ঠিক আছে, আজ আমাদের দিন ছিল না এবং দুর্ভাগ্যবশত এটি ফাইনাল ছিল। আপনার মনোবল ধরে রাখুন, আমরা পরের বার পারব। ব্লু জার্সির মানুষদের সবসময়েই ভালবাসি৷’’  পায়েলের এই পোস্টে কিছু ভক্ত ভারতের পরাজয়ে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে কিছু ব্যবহারকারী ‘শামি শামি’ পোস্ট করতে শুরু করেন।
advertisement
5/5
এক নেটিজেন বলেছেন, 'শামির জন্য আপনার বিয়ের প্রস্তাব কি এখনও খোলা আছে?' একজন বললেন, ‘শামি ভাই এবার বিয়ে কর।’ দিন কয়েক আগেই বিশ্বকাপের মধ্যেই জন্মদিন ছিল পায়েলের৷ ১৩ নভেম্বর ১৯৮৯ সালে জন্মেছেন পায়েল ঘোষ৷  দক্ষিণী সিনেমায় নিয়মিত অভিনয় করেন তিনি৷
বাংলা খবর/ছবি/খেলা/
World Cup 2023 ফাইনালে হারের পর পায়েল ঘোষের পোস্ট 'Love always...' , মানেটা কী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল