TRENDING:

Vinod Kambli Update: নেশা তাঁর সব খেয়ে ফেলেছে, শরীর পুরো ঝাঁঝরা, ঋণের চোটে বাড়িও রাখতে পারবেন কিনা প্রশ্ন! কাম্বলির পরামর্শ ‘নেশা করো না’

Last Updated:
Vinod Kambli Update: নেশা তাঁর সব খেয়ে ফেলেছে, শরীর পুরো ঝাঁঝরা, ফোন নাকি খুইয়েছেন, ঋণের চোটে বাড়িও রাখতে পারবেন কিনা প্রশ্ন! কাম্বলির পরামর্শ ‘নেশা করো না’...
advertisement
1/8
নেশা তাঁর সব খেয়ে ফেলেছে, শরীর পুরো ঝাঁঝরা, ঋণের চোটে বাড়িও রাখতে পারবেন কিনা
: বিনোদ কাম্বলিকে বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন৷ সম্প্রতি বেশ খানিকটা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল৷ নববর্ষে অবশ্য ভাল খবর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছেন৷  মিডিয়ার সঙ্গে তিনি নববর্ষের বার্তা দিয়ে দিয়েছেন৷ সেই সময়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন বেশ কিছু মানুষ৷ তাঁদেরকেও কাম্বলি অ্যালকোহল ছাড়া বা মদ খাওয়া বন্ধ করার জন্য আবেদন করেন৷
advertisement
2/8
ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বিনোদ কাম্বলিকে প্রায় দুই সপ্তাহ পর বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থানে জেলার ভিওয়ান্ডিতে হাসপাতাল থেকে রিলিজ হন৷ তাঁর মূত্রনালীর সংক্রমণ এবং ক্র্যাম্পের সমস্যা হচ্ছিল যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু সেটুকুতেই থামেনি, হাসপাতালে পরীক্ষানীরিক্ষার পরে তাঁর মস্তিষ্কে ব্লাড ক্লট ধরা পড়ে।
advertisement
3/8
কাম্বলি মিডিয়ার সঙ্গে একটি নববর্ষের বার্তাও শেয়ার করেছেন যারা হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন এবং লোকেদের কাছে অ্যালকোহল এবং মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য একটি আবেদন জানিয়েছিলেন, তিনি তখন বলেন যে খারাপ কাজগুলি একজনের জীবনকে ধ্বংস করতে পারে। তিনি শীঘ্রই মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন এই ক্রিকেটার৷
advertisement
4/8
ডক্টর বিবেক ত্রিবেদী জোর দিয়ে জানান যে কাম্বলি এখন "সম্পূর্ণ ফিট" যদিও তাঁকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাক্তন ক্রিকেটারকে টিম ইন্ডিয়ার জার্সি পরা এবং হাসপাতাল ছাড়ার আগে ব্যাট হাতে দেখানো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷
advertisement
5/8
সুস্থ হওয়ার সময় হাসপাতালে নাচছেন বিনোদ কাম্বলিসম্প্রতি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে; কাম্বলিকে একটি ভিডিওতে ট্রিটমেন্ট চলাকালীন দারুণ এনার্জেটিক নাচ করতে দেখা গেছে৷  এমন একটি মুহূর্ত যা কেবল স্টাফদেরই নয়, সোশ্যাল মিডিয়াতেও হিল্লোল তুলেছিল। খেলার দিনগুলিতে তার ক্রিকেটীয় দক্ষতার জন্য ফ্যানদের মন জিতে নেন তিনি৷ ১৭ টেস্ট এবং ১০৪  ওয়ানডে-তে খেলা বাঁহাতি ব্যাটার এখন হাসপাতালের ওয়ার্ড থেকে তাঁর নাচ ফ্যানদের মুগ্ধ করেছে, এটা তাঁর স্বাস্থ্যের উন্নতির পরিচয় দিয়েছে৷
advertisement
6/8
শিবসেনা-র পক্ষ থেকে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ওএসডি, মঙ্গেশ চিভাতে তাঁর সঙ্গে দেখা করেন,  প্রাক্তন ক্রিকেটার কাম্বলিকে সাহায্য করতে এগিয়ে আসেন৷  তাঁকে দলের পক্ষ থেকে সাহায্যের সম্পূর্ণ আশ্বাস দিয়েছে। শ্রীকান্ত শিন্ডে ফাউন্ডেশন এই ক্রিকেটারকে মোট ৫ লক্ষ টাকার সাহায্য ঘোষণা করেছে।
advertisement
7/8
কাম্বলি গত মাসে তাঁর শৈশবের বন্ধু  সচিন তেন্ডুলকরের সঙ্গে আইকনিক শিবাজি পার্কে কিংবদন্তি ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকারের একটি স্মারক উন্মোচন করার সময় সকলের নজর কেড়েছিলেন। তবে সে সময়ে কাম্বলির স্বাস্থ্য ভাল ছিল না, একাধিক প্রাক্তন ক্রিকেটার কাম্বলির স্বাস্থ্য নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছিলেন।
advertisement
8/8
এর আগে তেন্ডুলকরের আর্থিক সহায়তায় ২০১৩ সালে দুটি হার্ট সার্জারি করা হয়েছিল৷  কাম্বলির গত কয়েক বছর ধরেই বেশ কয়েকটি স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ ছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
Vinod Kambli Update: নেশা তাঁর সব খেয়ে ফেলেছে, শরীর পুরো ঝাঁঝরা, ঋণের চোটে বাড়িও রাখতে পারবেন কিনা প্রশ্ন! কাম্বলির পরামর্শ ‘নেশা করো না’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল