ভারতের জামাই ২০১! ম্যাক্সওয়েল এক রাতে নায়ক, বউয়ের কাছেও ম্যাক্সি এখন 'হিরো'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Glenn Maxwell wife: ভারতের জামাইয়ের তাণ্ডব ভারতের মাটিতে। বউয়ের কাছে নায়ক।
advertisement
1/7

একার হাতে ম্যাচ জেতানো যাকে বলে! গোটা আফগানিস্তান করল ২৯৩ রান। তিনি একাই খেললেন ২০১ অপরাজিত রানের দুরন্ত ইনিংস।
advertisement
2/7
১২৮ বলে করেন ২০১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি। (Photo Courtesy- AP)
advertisement
3/7
৮.২ ওভারে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। তার পর ইনিংসের হাল ধরেন ম্যাক্সি। তাঁকে আর রুখতে পারেনি আফগানরা।
advertisement
4/7
advertisement
5/7
২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সঙ্গে বিয়ে হয় ভারতীয় মেয়ে ভিনির।
advertisement
6/7
ভিনি রমন নিজেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এদিন মনের কথা জানান। তিনি এদিন ওয়াংখেড়েতে হাজির ছিলেন। বরের খেলা দেখছিলেন তিনি।
advertisement
7/7
ভিনি মাঠের ছবি দিয়ে লেখেন- এই ২০১ রানের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। সম্প্রতি ভিনি ও ম্যাক্সি সন্তানের বাবা-মা হয়েছেন।