ভিনেশ ফোগট রুপো পাবেন? আজ কখন সিদ্ধান্ত জানা যাবে, জেনে নিন সময়টা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vinesh Phogat medal win live updates- ফ্রান্সের চার জন আইনজীবী ছাড়াও ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে ছিলেন সেই শুনানিতে। তাঁরা দাবি করেন, ভিনেশ বেআইনি কিছু করেননি। তাঁর ওজন বেড়েছিল শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়।
advertisement
1/6

তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। ভাঙা মন নিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছে ভিনেশ ফোগট। তবে সবার এখন একটাই প্রশ্ন, তিনি কি রুপোর পদক পাবেন!
advertisement
2/6
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে আজই। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজই তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানালেন। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
advertisement
3/6
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে তিনি যোগ্যতা হারিয়ে ফেলেন৷ পাশাপাশি কুস্তির তালিকায় একদম শেষে থেকে যান ভারতীয় এই কুস্তিগির৷ ফাইনালের আগে তাঁর ওজন মাত্র ১০০ গ্রাম বেশি ছিল।
advertisement
4/6
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন ভিনেশ। তা নিয়ে শুনানি হয়েছে ৩ ঘণ্টা ধরে। রতীয় অলিম্পিক্স সংস্থা আশাবাদী ভিনেশের রুপো পাওয়ার সম্ভাবনা আছে।
advertisement
5/6
ফ্রান্সের চার জন আইনজীবী ছাড়াও ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে ছিলেন সেই শুনানিতে। তাঁরা দাবি করেন, ভিনেশ বেআইনি কিছু করেননি। তাঁর ওজন বেড়েছিল শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়।
advertisement
6/6
বিশ্ব কুস্তি সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা শুনানিতে তাদের যুক্তি জানিয়েছে। এবার ক্রীড়া আদালতের সিদ্ধান্ত জানানোর পালা।