TRENDING:

ঘরোয়া ক্রিকেট না খেলেই সোজা IPL-এ! প্রথম ম্যাচেই ঝুলিতে তিন উইকেট, অটোচালকের পুত্রই যেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন তারকা

Last Updated:
Vignesh Puthur: ভিগনেশ পুথুরের বাবা পেশায় একজন অটোচালক। তরুণ এই স্পিনার কেরলের জন্য অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন। স্কাউটসে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের নজরে আসেন।
advertisement
1/5
প্রথম ম্যাচেই ঝুলিতে তিন উইকেট ! অটোচালকের পুত্রই যেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন তারকা
চেন্নাই সুপার কিংস (CSK)-র বিরুদ্ধে ম্যাচে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আসলে সিএসকে-র বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কেরলের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরকে ডেবিউ করিয়েছে মুম্বই। তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে ফিল্ডিং করানো হয়েছে রোহিত শর্মাকে। এদিকে ব্যাটিংয়ে তেমন কিছুই কামাল দেখাতে পারেননি রোহিত। এরপরে তাঁর জায়গায় বোলিংয়ের সময় ফিল্ডিং করানো হয়েছে ভিগনেশকে দিয়ে। Photo: IPL
advertisement
2/5
২৩ বছর বয়সী ভিগনেশ পুথুর আদতে কেরলের মালপ্পুরমের বাসিন্দা। ডেবিউ ম্যাচেই নিজের কামাল দেখিয়েছেন তিনি। প্রথম আইপিএল ম্যাচেই তাঁর ঝুলিতে এসেছে তিনটি উইকেট। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, সিনিয়র স্তরের কোনও ডোমেস্টিক ম্যাচ না খেলেই তাঁর আইপিএল ডেবিউ হল। Photo: IPL
advertisement
3/5
অষ্টম ওভারে বল করার জন্য ভিগনেশ পুথুরকে ডেকে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব। মুম্বই তখন নিজেদের ১৫৫ রান বাঁচানোর জন্য লড়াই করছিল। এদিকে প্রথম ওভারে এসেই ৫৩ রানে সিএসকে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়কে আউট করে দেন এই বাঁ-হাতি রিস্ট স্পিনার। আসলে গাইকোয়াড় পুথুরের বলটি এমন ভাবে লং অফে খেলেছিলেন, যেখানে ফিল্ডার আগে থেকেই উপস্থিত ছিলেন। এখানেই শেষ নয়, আবার তিনি নিজের দ্বিতীয় ওভারে একটি গুগলি দিয়ে শিবম দুবেকে ফাঁকি দেন। আর তাঁর ক্যাচটি ধরেন তিলক ভার্মা। এরপর দীপক হুডার উইকেটটি নেন ভিগনেশ। আসলে হুডা বড় শট হাঁকিয়েছিলেন, কিন্তু লং-অনে তাঁকে ধরা দিতেই হয়। Photo: IPL
advertisement
4/5
ভিগনেশের বাবা একজন অটোচালক: ভিগনেশ পুথুরের বাবা পেশায় একজন অটোচালক। তরুণ এই স্পিনার কেরলের জন্য অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন। স্কাউটসে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের নজরে আসেন। গত বছর কেরালা ক্রিকেট লিগে অ্যালেপ্পি রিপলস-এর হয়ে খেলার সময় তিনটি ম্যাচে ২টি উইকেট নিয়েছিলেন ভিগনেশ। এর পাশাপাশি তামিলনাড়ু ক্রিকেট লিগেও অংশগ্রহণ করেছিলেন ভিগনেশ। পেরিন্থালমান্নায় নিজের জলি রোভার্স ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ খেলার পর কেসিএল টি২০ টুর্নামেন্টে সুযোগ পান। এরপর নভেম্বর ২০২৪-এর আইপিএল মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সাইন করেন ভিগনেশ। আর মাত্র ৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। Photo: IPL
advertisement
5/5
মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে পরাস্ত করল সিএসকে: প্রথম ম্যাচেই ৪ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল সিএসকে। এভাবে বিগত ১৩ বছর ধরে মুম্বইকে নিয়ে প্রচলিত ধারণা বা মিথ অক্ষুণ্ণই থাকল। আসলে বিগত ১৩ বছর ধরে প্রথম ম্যাচে জয় পেতে আবারও ব্যর্থ হল মুম্বই। এবার সিএসকে-র কাছে পরাজয় স্বীকার করতে হল তাদের। মুম্বই ১৫৬ রানের টার্গেট সেট করে দিয়েছিল সিএসকে-র সামনে। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৮ রান হাঁকায় সিএসকে। অধিনায়ক গাইকোয়াড় ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর পাশাপাশি রচিন রবীন্দ্রও ৪৫ বলে ৬৫ রানের (অপরাজিত) একটি দুর্ধর্ষ ইনিংস উপহার দেন ভক্তদের।
বাংলা খবর/ছবি/খেলা/
ঘরোয়া ক্রিকেট না খেলেই সোজা IPL-এ! প্রথম ম্যাচেই ঝুলিতে তিন উইকেট, অটোচালকের পুত্রই যেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন তারকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল