'স্পেনের হয়ে খেলাতে চেয়েছিলাম, মেসি দেশকে প্রচণ্ড ভালবাসে বলে খেলল না'
- Published by:Suman Majumder
Last Updated:
Vicente Del Bosque On Messi: মেসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ।
advertisement
1/5

ইচ্ছে হলে তিনি স্পেনের হয়ে খেলতে পারতেন। লিওনেল মেসির আরও আগেই হয়তো বিশ্বকাপ জেতা হয়ে যেত। তবে মেসি শুধু শিরোপার পেছনে ছোটেননি। তাঁর কাছে নিজের দেশ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতাটাই ছিল স্বপ্ন।
advertisement
2/5
কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। সেইসঙ্গে মেসির জীবনের সব থেকে বড় স্বপ্নও পূরণ হয়েছে। আর এরই মধ্যে মেসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রাক্তন কোচ।
advertisement
3/5
স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে দেল বক্স এবার মেসিকে নিয়ে বড় কথা জানালেন। 'রেডিও মার্কা'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য সবরকম চেষ্টা করেছেন তিনি।
advertisement
4/5
দেল বক্সের কোচিংয়ে ২০১০-এ প্রথমবার বিশ্বকাপ জেতে স্পেন। প্রাক্তন কোচ বলেছেন, মেসি চাইলেই তাঁর সেই দলে থাকতে পারতেন। দেল বক্স বলেন, ‘আমি ওকে স্পেনের হয়ে খেলানোর জন্য় সবরকম চেষ্টা করেছি। কিন্তু মেসি রাজি হযনি। ও আসলে দেশের হয়ে বিশ্বকাপ জিততে চেয়েছিল। দেশকে ও খুব ভালবাসে।
advertisement
5/5
দেল বক্স আরও জানিয়েছেন, এই প্রজন্মের সেরা ফুটবলার মেসি। নেতা হিসেবেও মেসিকে তিনি অনেকের থেকে এগিয়ে রাখলেন।