Vaibhav Suryavanshi: রোহিত-কোহলির সঙ্গে একই টুর্নামেন্টে এবার বৈভব! বড় সুযোগ কিশোর তারকার সামনে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ শেষ হওয়ার পর ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে তাঁর ব্যাট থেকে আসা ১৭১ রানের বিধ্বংসী ইনিংস গোটা টুর্নামেন্টে আলাদা করে নজর কেড়েছে।
advertisement
1/5

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ শেষ হওয়ার পর ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে তাঁর ব্যাট থেকে আসা ১৭১ রানের বিধ্বংসী ইনিংস গোটা টুর্নামেন্টে আলাদা করে নজর কেড়েছে। এই অসাধারণ পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—পরবর্তীবার কবে এবং কোন প্রতিযোগিতায় মাঠে নামবেন বৈভব।
advertisement
2/5
সেই প্রশ্নের উত্তর মিলেছে খুব দ্রুতই। বৈভব সূর্যবংশীকে এবার দেখা যাবে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ২০২৫–২৬-এ। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় তিনি বিহার দলের হয়ে খেলবেন। এত অল্প বয়সে সিনিয়র পর্যায়ের এই টুর্নামেন্টে সুযোগ পাওয়াই বৈভবের প্রতিভার বড় প্রমাণ।
advertisement
3/5
বিজয় হাজারে ট্রফিতে বিহার দলের সূচিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ২৪ ডিসেম্বর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিহারের অভিযান শুরু হবে। এরপর ২৬ ডিসেম্বর মণিপুর, ২৯ ডিসেম্বর মেঘালয়, ৩১ ডিসেম্বর নাগাল্যান্ড এবং ৩ জানুয়ারি মিজোরামের বিরুদ্ধে ম্যাচ খেলবে বিহার। প্রতিটি ম্যাচেই বৈভবের ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে।
advertisement
4/5
বৈভবের জন্য এই টুর্নামেন্ট আরও বিশেষ, কারণ একই সময়ে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটের বড় তারকারাও। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নেবেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্তের মতো তারকা ক্রিকেটাররা। এতে তরুণদের জন্য অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ তৈরি হচ্ছে।
advertisement
5/5
রোহিত শর্মা মুম্বই দলের হয়ে এবং বিরাট কোহলি ও ঋষভ পন্ত দিল্লি দলের হয়ে খেলবেন। একই সময়ে সিনিয়র তারকাদের অ্যাকশনে দেখা এবং নিজে বিজয় হাজারে ট্রফিতে পারফর্ম করার সুযোগ বৈভব সূর্যবংশীর কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠতে পারে। ক্রিকেটবিশ্ব এখন তাকিয়ে আছে এই বিস্ময়বালকের দিকেই।