India Bangladesh on T20 World Cup: বাংলাদেশের কথাই কি মেনে নেবে ICC, বিশ্বকাপের ম্যাচ সরতে পারে কলকাতা থেকে? বিরাট মোড়
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India Bangladesh on T20 World Cup: বাংলাদেশের কথা শুনে শেষ পর্যন্ত কি ভেন্যু বদলাবে আইসিসি? এই নিয়ে একটি সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে।
advertisement
1/5

বাংলাদেশের কথা শুনে শেষ পর্যন্ত কি ভেন্যু বদলাবে আইসিসি? এই নিয়ে একটি সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে। Cricbuzz-এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, "ICC বাংলাদেশ-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর ব্যাপারে অসুবিধা নেই, ভারতের সঙ্গেই এই বিশ্বকাপ আয়োজন করছে শ্রীলঙ্কা।”
advertisement
2/5
বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়- ফেব্রুয়ারি মাসের ৭, ৯ এবং ১৪ তারিখে West Indies, Italy এবং England-এর বিপক্ষে হওয়ার কথা ছিল, এবং তাদের শেষ গ্রুপ-স্টেজ ম্যাচ ফেব্রুয়ারি ১৭-তে মুম্বইতে নেপালের বিপক্ষে হওয়ার কথা।
advertisement
3/5
Bangladesh Cricket Board (BCB) রবিবার দুপুরে জরুরি মিটিং করেছে, এবং এরপর তারা এক বিবৃতি দিয়েছে যেখানে BCB জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ICC-কে অনুরোধ করেছে যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে কোনও ভেন্যুতে সরানোর কথা বিবেচনা করা হয়।
advertisement
4/5
রবিবার দুপুরে বাংলাদেশ বোর্ডের ১৭ জন সদস্যকে নিয়ে হওয়া বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না তারা।
advertisement
5/5
তবে একমাস মাত্র বাকি টি২০ বিশ্বকাপ শুরু হতে। এর মধ্যে ৪টি ম্যাচ বদল করা আইসিসির পক্ষে কতটা সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ভারত এবং বাংলাদেশের সংঘাত শেষ পর্যন্ত কোথায় পৌঁছয় সেটাই দেখার।