Vaibhav Suryavanshi: বৈভবের এই পরিসংখ্যান ভয় ধরানোর মত! ম্যাচের আগে বড় প্রতিক্রিয়া প্রতিপক্ষের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটের ১৪ বছরের 'ওয়ান্ডার বয়' বৈভব সূর্যবংশী। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন বৈভব।
advertisement
1/6

একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটের ১৪ বছরের 'ওয়ান্ডার বয়' বৈভব সূর্যবংশী। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন বৈভব।
advertisement
2/6
এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তিনি ৪২ বলে ১৪৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের তাক লাগিয়েছেন। তার পাওয়ার, টাইমিং ও আত্মবিশ্বাস দেখে অনেকে ভবিষ্যতের আন্তর্জাতিক তারকা হিসেবে তাকে বিবেচনা করছেন।
advertisement
3/6
বৈভবকে ঘিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যেও রয়েছে বিশেষ উৎসাহ। ওমানের ২০ বছর বয়সী ব্যাটার আর্যন বিস্ত TOI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বৈভবকে তারা এখন পর্যন্ত শুধু টেলিভিশনে দেখেছেন। সামনাসামনি দেখার জন্য মুখিয়ে রয়েছি।
advertisement
4/6
এত কম বয়সে এমন শক্তিমত্তা এবং ছক্কা মারার ক্ষমতা তাকে বিস্মিত করেছে। আর্যনের কথায়, “১৪ বছর বয়সে কেউ এত দূর বল পাঠাতে পারে—এটা সত্যিই অসাধারণ প্রতিভার পরিচয়।” তিনি আরও জানান, বৈভবের বিরুদ্ধে মাঠে নামতে তিনি ভীষণ রোমাঞ্চিত। তবে বোলাররা যে রীতিমত ভীত তার বিরুদ্ধে বল করার জন্য, তাও জানিয়েছেন ওমান তারকা।
advertisement
5/6
টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বৈভব সূর্যবংশী দুই ইনিংসে করেছেন ১৮৯ রান। তার ব্যাটিং গড় ৯৪.৫০ এবং স্ট্রাইক রেট ২৭০, যা এক তরুণ ব্যাটারের জন্য প্রায় অপ্রত্যাশিত। ইউএই-এর বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরির পর পাকিস্তান ‘এ’-এর বিপক্ষে তিনি অর্ধশতরান থেকে অল্পের জন্য বঞ্চিত হন।
advertisement
6/6
মাত্র ১০ ম্যাচের টি২০ কেরিয়ারেই বৈভবের পরিসংখ্যান রীতিমতো অবাক করার মতো। তিনি এখন পর্যন্ত ৪৫৪ রান করেছেন ২২৯.২৯ স্ট্রাইক রেটে। এর মধ্যে রয়েছে ৪৪টি ছক্কা ও ৩৪টি চার। ১৪ বছর বয়সে এমন আক্রমণাত্মক পারফরম্যান্স ক্রিকেট মহলে বিরল। বিশেষজ্ঞদের মতে, তার এই ধারাবাহিকতা বজায় থাকলে ভারতীয় ক্রিকেট খুব শিগগিরই পেতে চলেছে নতুন এক সুপারস্টার।