Vaibhav Suryavanshi: দক্ষিণ আফ্রিকাকে চুনকাম! ব্যাটে তাণ্ডব, ৫ বড় রেকর্ড, 'পুষ্পা' সেলিব্রেশন বৈভব সূর্যবংশীর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। এবার শেষ ম্যাচও বড় ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করল অধিনায়ক বৈভব সূর্যবংশীর নেতৃত্বাধীন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল।
advertisement
1/6

প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। এবার শেষ ম্যাচও বড় ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করল অধিনায়ক বৈভব সূর্যবংশীর নেতৃত্বাধীন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল।
advertisement
2/6
মাত্র ১৪ বছর বয়সে অধিনায়ক হিসেবে সিরিজ জিতে আগেই ইতিহাস গড়েছিলেন বৈভব সূর্যবংশী। আর এবার অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে এত কম বয়সে প্রতিপক্ষকে চুনকাম করা প্রথম ভারতের অনূর্ধ্ব ১৯ অধিনায়ক হলেন বৈভব।
advertisement
3/6
তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৩ রানের বিশাল স্কোর করে ভারতীয় দল। ওপেনিং জুটিতে বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জ ২২৭ রানের রেকর্ড পার্টনারশিপ করে ভারতকে দুরন্ত স্টার্ট দেয়।
advertisement
4/6
বৈভব সূর্যবংশী প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করেন। মাত্র ৬৩ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন ১৪ বছরের তারকা। সেঞ্চুরির পর করেন পুষ্পা স্টাইলে সেলিব্রেশন। যুব ওয়ানডেতে এটি সূর্যবংশীর তৃতীয় সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে সূর্যবংশী যুব ওয়ানডেতে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক হয়ে উঠলেন।
advertisement
5/6
ভারতীয় দলের নেতৃত্বদানকারী সূর্যবংশী ৭৪ বলে ১২৭ রান করে আউট হয়ে যান, যার মধ্যে তিনি ১০টি ছক্কা এবং নয়টি চার মারেন। একইসঙ্গে ১৪ বছর বয়সে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ৩টি সেঞ্চুরি করে ফেলা প্রথম ব্যাটারও হলেন বৈভব।
advertisement
6/6
ম্যাচে বিশাল টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায়। ২৩৩ রানের বিশাল ব্যবধানে জেতে ভারত। এই সিরিজ জয়ের ফলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে। এবার ছোটদের বিশ্বকাপে বৈভবের ব্যাটে বড় ধামাকা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।