Vaibhav Suryavanshi: অবশেষে স্বপ্নপূরণ! কবে 'নীল জার্সিতে' অভিষেক বৈভব সূর্যবংশীর? জানা গেল দিনক্ষণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: যখন ব্যাটারের ব্যাট কথা বলে, তখন বোলারদের হৃদস্পন্দন বেড়ে যায়। আর সেই ব্যাট যদি হয় বৈভব সূর্যবংশীর হাতে, তবে প্রতিটি শট সীমানা পেরিয়ে যায় ঝড়ের বেগে।
advertisement
1/6

যখন ব্যাটারের ব্যাট কথা বলে, তখন বোলারদের হৃদস্পন্দন বেড়ে যায়। আর সেই ব্যাট যদি হয় বৈভব সূর্যবংশীর হাতে, তবে প্রতিটি শট সীমানা পেরিয়ে যায় ঝড়ের বেগে। ভারতীয় ক্রিকেটের এই তরুণ প্রতিভা আসন্ন রাইজিং স্টার টুর্নামেন্টে ভারতের জার্সি পরে মাঠে নামতে প্রস্তুত।
advertisement
2/6
ছোটবেলা থেকেই আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত বৈভব ইতিমধ্যেই আইপিএলে রাজস্থান রয়্যালস এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। দর্শকরা তাকে অকারণে “ধোঁয়াধার ব্যাটসম্যান” বলেন না। তার ছক্কায় স্টেডিয়াম কেঁপে ওঠে, প্রতিপক্ষ অধিনায়কদের মুখে চিন্তার রেখা দেখা যায়।
advertisement
3/6
আগামী ১৪ নভেম্বর শুরু হতে চলা রাইজিং স্টার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাশাহির। সেই ম্যাচেই ভারতের জার্সিতে বৈভব সূর্যবংশীর টি২০ অভিষেক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই সুযোগ শুধু বৈভবের জন্য নয়, বরং ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য এক বড় অনুপ্রেরণা।
advertisement
4/6
ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে এই জায়গায় পৌঁছেছেন তিনি। ১৪ নভেম্বরের ম্যাচটি তাই শুধুমাত্র একটি খেলা নয়—এটি হতে পারে সেই মুহূর্ত, যখন ভারতীয় ক্রিকেট তার পরবর্তী “রাইজিং স্টার”কে স্বাগত জানাবে।
advertisement
5/6
পরিসংখ্যান বলছে, বৈভব এখন পর্যন্ত আটটি টি২০ ম্যাচে ২০৭.০৩ স্ট্রাইক রেটে ২৬৫ রান করেছেন, যার মধ্যে একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। প্রথম ম্যাচে বিহারের হয়ে ১৩ রানে আউট হলেও, পরে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে জাতীয় দলের দরজায় নিয়ে এসেছে।
advertisement
6/6
প্রতি প্রজন্মেই কিছু ক্রিকেটার আসে যারা শুধু মাঠে নয়, দর্শকদের হৃদয়ে খেলে। বৈভব সূর্যবংশী তেমনই এক প্রতিভা। তার ব্যাটিংয়ে শক্তি, আত্মবিশ্বাস এবং নিষ্ঠা একসঙ্গে দেখা যায়। এখন সব চোখ থাকবে ১৪ নভেম্বরের দিকে—যেদিন ভারতের নীল জার্সিতে এই তরুণ তার স্বপ্নের উড়ান শুরু করবেন।