TRENDING:

Vaibhav Suryavanshi: একাই ২২টি ছক্কা! বড় রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, স্থির আগামী টার্গেট

Last Updated:
Vaibhav Suryavanshi: এশিয়া কাপ রাইজিং স্টারসে উজ্জ্বল পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশী এবার সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে খেলবেন।
advertisement
1/6
Vaibhav Suryavanshi: একাই ২২টি ছক্কা!বড় রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী,স্থির আগামী টার্গেট
এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্টে পাকিস্তানের বাঁহাতি ওপেনার মাজ সদাকত নিজের অসাধারণ ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীর প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করার রেকর্ডটি ভেঙে দেন। বাংলাদেশ-এর বিরুদ্ধে রোমাঞ্চকর ফাইনালে সদাকতের ইনিংসই তাকে নতুন রেকর্ডের মালিক করে তোলে এবং তিনি বৈভবকে টপকে সর্বোচ্চ রানসংগ্রাহকের আসন দখল করেন।
advertisement
2/6
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান তাদের তৃতীয় এশিয়া কাপ রাইজিং স্টারস শিরোপা জিতে নেয়। এর আগে তারা ২০১৯ ও ২০২৩ সালে শিরোপা জিতেছিল। ফাইনালে সদাকতের ব্যাটিংই দলকে জয়ের দিকে এগিয়ে দেয় এবং তার সামগ্রিক পারফরম্যান্সের সুবাদে তিনি ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কার লাভ করেন।
advertisement
3/6
বিহারের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী এই টুর্নামেন্টে ৪ ইনিংসে ২৩৯ রান করেন, যেখানে পাকিস্তানের সদাকত ৫ ইনিংসে ২৫৮ রান করে শীর্ষে উঠে আসেন। সদাকত যেখানে ১৯টি ছক্কা মেরেছেন, বৈভব সেখানে ২২টি ছক্কা হাঁকিয়ে ছক্কা-তালিকায় শীর্ষে থাকলেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরেও বৈভবই এগিয়ে—১৪৪ রান, যা তিনি প্রথম ম্যাচেই ইউএই-এর বিরুদ্ধে করেন।
advertisement
4/6
চারের সংখ্যায় দু’জনই সমান—২০টি করে চার এসেছে দু’জনের ব্যাট থেকে। তবে গড়ের বিচারে এগিয়ে সদাকত; তার ব্যাটিং গড় ১২৯, যা বৈভবের ৫৯.৭৫ গড়ের চেয়ে অনেকটাই বেশি। সেমিফাইনাল পর্যন্ত বৈভবই ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক, তবে ফাইনালে সদাকতের ইনিংস তাকে পিছনে ফেলে দেয়।
advertisement
5/6
যদিও বৈভব সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন, ইন্ডিয়া-এ দলের হয়ে তিনি টুর্নামেন্টের শীর্ষ রানসংগ্রাহক। প্রথমবার অংশ নিয়েও তার ধারাবাহিক পারফরম্যান্স নজর কাড়ে এবং তিনি ব্যাট হাতে দলকে একাধিক ম্যাচে শক্ত ভিত দেন।
advertisement
6/6
এশিয়া কাপ রাইজিং স্টারসে উজ্জ্বল পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশী এবার সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে খেলবেন। তাকে বিহার দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তার ওপরই থাকবে দলের ব্যাটিংয়েক দায়িত্ব এবং ক্রিকেটপ্রেমীদের নজরও থাকবে তার পারফরম্যান্সের দিকেই।
বাংলা খবর/ছবি/খেলা/
Vaibhav Suryavanshi: একাই ২২টি ছক্কা! বড় রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, স্থির আগামী টার্গেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল