Vaibhav Suryavanshi: এবার বৈভব সূর্যবংশী গড়লেন এমন রেকর্ড, যা ভাবতেও পারেননি সচিন-ধোনি-কোহলি-রোহিতরা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: ১৪ বছরের বৈভব সূর্যবংশীর মধ্যে অনেকেই ভারত তথা বিশ্ব ক্রিকেটে আগমীর মহাতারকাকে দেখতে পাচ্ছেন। ব্যাট হাতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি।
advertisement
1/5

১৪ বছরের বৈভব সূর্যবংশীর মধ্যে অনেকেই ভারত তথা বিশ্ব ক্রিকেটে আগমীর মহাতারকাকে দেখতে পাচ্ছেন। ব্যাট হাতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি।
advertisement
2/5
আইপিএল, অনূর্ধ্ব ১৯ জাতীয় দল, ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্য়েই ভেঙেছেন একের পর এক রেকর্ড। ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের জন্য রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মূর হাত থেকে পেয়েছেন অনন্য সম্মান।
advertisement
3/5
এবার যে নজির গড়লেন বৈভব সূর্যবংশী তা অকল্পনীয়। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনিরা যা ভাবতেও পারেনি, সেই নজির গড়ে ফেলেন ভারতীয় ক্রিকেটের নতুন ওয়ান্ডার বয়।
advertisement
4/5
ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। তার আগে বিশ্বকাপের অনুশীলন হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে অধিনায়কত্ব করবেন।
advertisement
5/5
এর আগে কোনও ভারতীয় ক্রিকটার মাত্র ১৪ বছর বয়সে ভারতীয় অনূর্ধব ১৯ দলের নেতৃত্ব দেননি। এবার বৈভব গড়লেন সেই নজির। অন্তর্বর্তী কালীন অধিনায়ক হলেও এই প্রাপ্তি আগামীর পথ চলায় বৈভবের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।