Vaibhav Suryavanshi: দ্রুততম সেঞ্চুরি করে ৫ বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর, ইংরেজদের নাকানিচোবানি খাওয়ালেন ভারতের ১৪ বছরের বালক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi Create 5 World Records After Scoring Fastest Century In Youth ODIs: চতুর্থ ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গিয়ে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম তুললেন ১৪ বছরের বিস্ময় বালক। এই ইনিংসের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী।
advertisement
1/6

ইংল্যান্ডের বিরুদ্ধে যুব ওয়ান ডে সিরিজে নিজের বিধ্বংসী ফর্ম অব্যাহত রাখলেন বৈভব সূর্যবংশী। চতুর্থ ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গিয়ে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম তুললেন ১৪ বছরের বিস্ময় বালক। শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করে আউট হন, ১৮৩.৩৩ গড়ে, ১০টি ছক্কা এবং ১৩টি চার মারেন। এই ইনিংসের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী।
advertisement
2/6
অনূর্ধ্ব ১৯ যুব ওয়ান ডে-তে সবথেকে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন বৈভব সূর্যবংশী। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের কাসিম আক্রমের। ২০২২ সাবে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। বৈভব সূর্যবংশী করলেন মাত্র ৫২ বলে করলেন সেঞ্চুরি।
advertisement
3/6
অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার নজির ছিল রাজ অঙ্গত বাওয়ার। ২০২২ সালে ৬৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং সেই রেকর্ডও ভেঙে দিল।
advertisement
4/6
বৈভব গত ম্যাচে নিজের করা রেকর্ডও ভেঙেছেন। শেষ ওয়ানডেতে, তিনি একক অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে ম্যাচের এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারা ভারতীয় হয়ে ওঠেন। শেষ ওয়ানডেতে, বৈভব ৩১ বলে ছয়টি চার এবং নয়টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেছিলেন। চতুর্থ ম্যাচে তিনি ১০টি ছক্কা মেরে পূর্ববর্তী রেকর্ডটি উন্নত করেছেন।
advertisement
5/6
১৪ বছর বয়সী এই তরুণ এখন সর্বকনিষ্ঠ যুব ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডের অধিকারী। ১৪ বছর ১০০ দিনে সেঞ্চুরি করে, সূর্যবংশী বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রেকর্ড ভেঙে দেন, যিনি ২০১৩ সালে ১৪ বছর ২৪১ দিন বয়সে যুব ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন।
advertisement
6/6
এর আগে কোনও ভারতীয় ব্যাটার যে কোনও বয়স ভিত্তিক ক্রিকেটে এত কম বয়সে ইংল্যান্ডের মাটিতে গিয়ে সেঞ্চুরি করতে পারেননি। সেই রেকর্ডও নিজের নামে করলেন বৈভব।