TRENDING:

'একবারে কীভাবে ধরতে হয়', শেখালেন লাস্যময়ী গল্ফার, ছবি দেখলে ঘাম ঝরবে আপনারও

Last Updated:
Paige Spiranac: বিশ্বের অন্যতম সুন্দরীর গল্ফার বলেই পরিচিতি আমেরিকার পেইজ স্পিরান্যাক। মডেলিং দুনিয়াতেও তার যথেষ্ট খ্যাতি। এবার নতুন টিপস দিয়ে নেট দুনিয়ায় ঝড় তপললেন মার্কিন গল্ফার।
advertisement
1/7
'একবারে কীভাবে ধরতে হয়', শেখালেন লাস্যময়ী গল্ফার, ছবি দেখলে ঘাম ঝরবে আপনারও
বিশ্বের অন্যতম সুন্দরীর গল্ফার বলেই পরিচিতি আমেরিকার পেইজ স্পিরান্যাক। মডেলিং দুনিয়াতেও তার যথেষ্ট খ্যাতি।
advertisement
2/7
মার্কিন গল্ফার ও মডেল পেইজ স্পিরানাকের নাম সকলেরই জানা। তাকে অনেকেই বিশ্বের হট অ্যান্ড সেক্সি গল্ফারের তকমা দিয়েছেন অনেকেই। তাঁর রূপ ও যৌবন ঘায়েল করে পুরুষদের।
advertisement
3/7
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় পেইজ স্পিরান্যাক। মডেল হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে তার। লাস্যময়ী গল্ফারকে ইনস্টাগ্রামে ৩.৭ মিলিয়ন মানুষ ফলো করেন। তার এক একটি ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তোলে।
advertisement
4/7
নিজের হট অবতারেও একাধিক ছবি নেট দুনিয়ায় শেয়ার করে থাকেন পেইজ স্পিরান্যাক। বিকিনি পরিহিত নানা ছবি ঘায়েল করে পুরুষ হৃদয়কে। এবার সোশ্যাল মিডিয়ায় নতুন এক টিপস দিলেন মার্কিন গল্ফার।
advertisement
5/7
কীভাবে গল্ফ স্টিক ধরতে হয় তা শেখানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পেইজ স্পিরান্যাক। সেখানে হট অবতারে মার্কিন গল্ফার দেখান কীভাবে গল্ফের স্টিক ধরতে হয়। যদিও তার দেখানোর ধরন নিয়ে বিতর্ক রয়েছে।
advertisement
6/7
অনেকের মতে,স্পির‌্যান্যাক ধরতে হয় ঠিক এভাবে মর্মেই যে ভিডিয়ো পোস্ট করেছেন, তাতে কিছু ত্রুটি রয়েছে। যদিও লাস্যময়ী গল্ফার ট্যুইটারে একাধিক পোস্ট করে জানিয়েছেন যে, মজা-ঠাট্টা চলবেই, তবে তিনি একটি নির্দিষ্ট সময়ে একটি টিপসই দেবেন!
advertisement
7/7
প্রসঙ্গত, ২০১৬ সালে পেশাদার গল্ফ ছাড়লেও তিনি গল্ফ কোর্ট থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। বর্তমানে পেইজ স্পিরান্যাক মডেল, গল্ফ ইনফ্লুয়েন্সার এবং ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। তবে নতুন বছরে লাস্যময়ী গল্ফারের হেলথ টিপস ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
বাংলা খবর/ছবি/খেলা/
'একবারে কীভাবে ধরতে হয়', শেখালেন লাস্যময়ী গল্ফার, ছবি দেখলে ঘাম ঝরবে আপনারও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল