পারলেন না হৃদয়ের টান অগ্রাহ্য করতে, ঋষভ পন্থকে দেখতে হাসপাতালেই! ছবি শেয়ার উর্বশী রাউতেলার
- Published by:Debalina Datta
Last Updated:
উর্বশী রাউতেলার পন্থের প্রতি টান রয়েছেই, গসিপ হোক ,সম্পর্ক আছে না নেই তা জানা না থাকলেও তবে কিছু তো আছেই!!!
advertisement
1/6

#মুম্বই: বলিউডের সেনসেশনাল বিউটি উর্বশী রাউতেলা বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টের পর থেকেই সকলের নজরে রয়েছেন হট উর্বশী৷
advertisement
2/6
অ্যাক্সিডেন্টের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই উর্বশী রাউতেলা নিজের পোস্ট থেকে প্রেয়িং লিখে পোস্ট করেছিলেন ৷ কোথাও অবশ্য লেখা ছিল না সেটা পন্থের নাম তবুও সকলেই বুঝেছিল ঋষভ পন্থের জন্যেই সেটা লিখেছিলেন তিনি৷
advertisement
3/6
বৃহস্পতিবার ফের একবার তিনি বুঝিয়ে দিলেন পন্থের প্রতি টান অসীম৷ এবার উর্বশী রাউতেলা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ছবি শেয়ার করেছেন৷
advertisement
4/6
সেই হাসপাতালেই ক্রিকেটার ঋষভ পন্থ ভর্তি রয়েছেন।দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে ট্রান্সফার হওয়ার পর সেখানেই স্থানান্তরিত করা হয়েছে তাঁদেরকে৷ উর্বশীর ইনস্টাগ্রাম স্টোরি দেখে শুরু হয়েছে জোর গসিপ৷ ছবি দেখে মনে হচ্ছে ঋষভ পন্থের সঙ্গেই দেখা করতে গিয়েছেন উর্বশী।
advertisement
5/6
যদিও বাইরে থেকে শুধুমাত্র হাসপাতালের ছবিই শেয়ার করেছেন উর্বশী। তিনি হাসপাতালের ভিতরে বা ঋষভ পন্থের সাথে কোনও ছবি শেয়ার করেননি বা ক্যাপশনে এ সম্পর্কে কোনও তথ্যও দেননি।
advertisement
6/6
উর্বশী রাউতেলার মা-ও এর আগে ঋষভ পন্থের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। মীরা রাউতেলা তার অফিসিয়াল ইনস্টাগ্রামে ঋষভ পন্থের একটি ছবি শেয়ার করেছেন।