Sourav Ganguly: আইপিএলের মাঝেই চমক, সৌরভের 'দাদাগিরি শো' এবার দিল্লিতে! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly: দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর হিসেবে থাকায় সৌরভ সময় নিয়ে কলকাতায় আসতে পারছিলেন না। সেই কারণে আইপিএলের মাঝেই চমক দিলেন দাদা।
advertisement
1/5

দাদাগিরি এবার দিল্লিতে। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর হিসেবে থাকায় সৌরভ সময় নিয়ে কলকাতায় আসতে পারছিলেন না। সেই কারণে দাদাগিরি সিজন দশের দুটি এপিসোড বাকি ছিল শুটিং করা।
advertisement
2/5
সেই কারণে দাদাগিরি পুরো সেট তৈরি করা হলো দিল্লিতে। সেখানেই দুটি এপিসোড শুটিং করলেন সৌরভ। তবে ফাইনাল পর্বের শুটিংটা বাকি রয়েছে। সেটা কলকাতাতেই হবে।
advertisement
3/5
খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে দাদাগিরি। আইপিএল শুরু হবার পর মাঝে একদিন কলকাতায় এসে শুটিং করেছিলেন সৌরভ। তবে তারপরও আরও দুটো এপিসোড হওয়ার কথা ছিল।
advertisement
4/5
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় তার শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন সৌরভ যে শুট শেষ করতে পারছিলেন না।
advertisement
5/5
তবে শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে কথা বলে দিল্লিতেই সম্পূর্ণ শুটিংয়ের ব্যবস্থা করা হয়। কলকাতা যেরকম সেট রয়েছে ঠিক সেরকমই তৈরি করা হয়। আইপিএলে হায়দ্রাবাদ ম্যাচের পরই সৌরভ শুটিং শেষ করেন।