ICC T20 World Cup: পৃথিবীর এই দুই দেশ টি ২০ কখনও হারেনি, দুর্দান্ত রেকর্ড ভরপুর মহান অনিশ্চযতার এই খেলা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup: প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয় এই বড় খেলা!
advertisement
1/17

ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত বড় খবর কেননা বর্তমানে সবাই টি ২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) নিয়ে ব্যস্ত আছেন ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
2/17
আয়োজক দেশ ভারত হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণের (Coronavius third Wave) ফলে ভারতের হয়ে ইউএই ও ওমানে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার)
advertisement
3/17
এইবারের টি ২০ বিশ্বকাপে ১৬টি দেশ অংশগ্রহণ ৷ এরই মধ্যে ৪টি দল হেরে গিয়ে বিদায় নিয়ে দেশে ফিরে গিয়েছে ৷ বাকি ১২টি দল সুপার-১২ একে অপরের সঙ্গে খেলবে ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
4/17
ভারত প্রথম ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তানের কাছে (India has been defeated to Pakistan) ৷ হারজিত খেলার অঙ্গ ৷ ২৯ বছরের রেকর্ড এবার পাকিস্তান ভেঙেছে ৷ ২৯ বছর ধরে বিশ্বকাপে ভারতে হারাতে পারেনি কখনও পাকিস্তান ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
5/17
তবে এমন দলও আছে যে দল কখনও হারেনি টি ২০-তে কখনও ৷ টি২০ ক্রিকেটের (T20 Cricket) এমনই ১০টি অনবদ্য রেকর্ডের বর্ণনা করা হয়েছে ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
6/17
পাকিস্তান পৃথিবীর সব থেকে বেশি টি ২০ ম্যাচ জিতেছে ৷ ১৭৯টি ম্যাচে ১০৮ ম্যাচ জিতেছে বাবর আজমের দল (Babar Azam the captain of Pakistan T20 team.) ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
7/17
জয়ের ব্যাপারে পাকিস্তানের পরেই ভারত রয়েছে (Win perspective of India just behind of Pakistan) ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
8/17
আর্জেন্টিনা নতুন টি ২০ ক্রিকেট (T20 Cricket Team) দল কিন্তু এই দলের কোনও হারের পরিসংখ্যান নেই ৷ জয় পরাজয়ের রেকর্ড ৫-০ ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
9/17
আর্জেন্টিনার (Argentina) পরে বেইলিজ (Belize) দলও হারেনি কোনও টি ২০ ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
10/17
শ্রীলঙ্কার বিরুদ্ধে সব থেকে বেশি টি ২০ হারার রেকর্ড আছে (Sri Lanka have the record of maximum defeat in T20 Cricket) ৷ এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ১৪৪টি ম্যাচে হারতে হয়েছে ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
11/17
সব থেকে বেশি হারের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও বাংলাদেশের (Bangladesh) সমান সমান (lost same number of matches) ৷ ৭২ ম্যাচে হেরেছে এই দুই দল ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
12/17
প্রথম টি ২০ ম্যাচ ২০০৬ সালে অস্ট্রেলিয়া (Australia) ও নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে খেলা হয়েছিল ৷ সেই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
13/17
প্রথম টি ২০ বিশ্বকাপ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় (South Africa) হয়েছিল সেই বিশ্বকাপ ভারত দিতেছিল ভারত ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
14/17
টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করার রেকর্ড বিরাট কোহলির (Virat Kohli) নামে আছে ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
15/17
ইউএই (UAE) ও ওমানে (OMAN) সপ্তম টি ২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) খেলা হচ্ছে ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
16/17
আয়োজক দেশ ভারত হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণের ফলে ভারতের হয়ে ইউএই ও ওমানে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷
advertisement
17/17
আয়োজক দেশ ভারত হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণের ফলে ভারতের হয়ে ইউএই ও ওমানে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷