TRENDING:

IPL 2023-27 দেখতে কোন টিভি চ্যানেলে আর ফোনে দেখলে কোথায় দেখবেন

Last Updated:
যদিও কোন চ্যানেল আইপিএল দেখানোর স্বত্ব পেয়েছে, তা সরকারি ভাবে জানায়নি বোর্ড।
advertisement
1/7
IPL 2023-27 দেখতে কোন টিভি চ্যানেলে আর ফোনে দেখলে কোথায় দেখবেন
আগামী বছর থেকে আইপিএল কোন চ্যানেলে দেখা যাবে, তা ঠিক হয়ে গেল। টেলিভিশন স্বত্ব পেয়েছে ডিজনি স্টার। অর্থাৎ, গত বারের মতো আগামী পাঁচ বছরও আইপিএলের খেলা দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের টেলিভিশন স্বত্ব বিক্রি হয়েছে। ডিজিটাল স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। Input- Eron Roy Burman
advertisement
2/7
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৩,৫৭৫ কোটি টাকায় টেলিভিশন স্বত্ব কিনেছে ডিজনি স্টার। ২০,৫০০ কোটি টাকায় আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনেছে ভায়াকম ১৮। আইপিএলের মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৪৪,০৭৫ কোটি টাকায়। টেলিভিশনে ম্যাচ পিছু মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি টাকা। ডিজিটাল মাধ্যমে ম্যাচ পিছু মূল্য ৫০ কোটি টাকা। সব মিলিয়ে আইপিএলে প্রতিটি ম্যাচের সম্প্রচার মূল্য ১০৭.৫ কোটি টাকা করে। এই সংখ্যাটি গোটা বিশ্বের খেলাধুলোর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল আইপিএল টেক্কা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগকে। যদিও কোন চ্যানেল আইপিএল দেখানোর স্বত্ব পেয়েছে, তা সরকারি ভাবে জানায়নি বোর্ড।
advertisement
3/7
#মুম্বই: আইপিএল মিডিয়া রাইটস সোমবার দিনে নিলাম জোরকদমে চলল৷ সকাল ১১ টায় টিভি ও ডিজিটাল রাইটস ৪৩ হাজার কোটি টাকা দিয়ে নিলাম শুরু হয়৷ টিভি সম্প্রচার সত্ত্বের জন্য বেস প্রাইস ছিল ১৮,১৩০ কোটি টাকা, আর ডিজিটাল সম্প্রচার সত্ত্বের জন্য বেস প্রাইস ছি ১২,২১০ কোটি টাকা৷ দুটো মিলিয়ে মোট বেসপ্রাইস ছিল ৩০, ৩৪০ কোটি টাকা৷
advertisement
4/7
সামনে আসা মিডিয়া রাইট সাইকেলকে চারভাগে ভাগ করা হয়েছে৷ প্রথম বান্ডিলে ভারতীয় উপমহাদেশের সব ম্যাচের হিসেবে ধরা হয়েছে৷
advertisement
5/7
আইপিএল মিডিয়া রাইটসের ভ্যালু  ২০২৩-২৭-র জন্য বিশাল ৪৪,০৭৫ কোটি ৪১০ ম্যাচের উঠেছে৷ সোমবার  ই অকশন থেকে সূত্র মারফত এই খবর সামনে এসেছে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গেছে৷ টিভি-র প্যাকেজ ২৩,৫৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে যার অর্থ প্রতি ম্যাচে ৫৭.৫ কোটি টাকা৷ প্যাকেজ বি ডিজিটাল রাইটস ভারতের নিলামে দর পেয়েছে ২০,৫০০ কোটি টাকা৷ অর্থাৎ ৫০ কোটি টাকা প্রতি ম্যাচ৷
advertisement
6/7
তবে কে কত বিড করেছে এখনও সেই খবর সামনে আসেনি৷ অর্থাৎ টিভি ও ডিজিটাল রাইটস মিলিয়ে প্রতি ম্যাচ পিছু ভ্যালু ১০৭.৫ কোটি টাকা৷ এএনআইয়ের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ি ডিজিটাল রাইটস ও টিভি রাইটস আলাদা আলাদা দুটি চ্যানেল পেয়েছে৷ ২০১৭-র টিভি রাইটসের তুলনায় যা এক ধাক্কায় আড়াই গুণেরও বেশি৷ ২০১৭ তে স্টার ইন্ডিয়া এই রাইট জিতেছিল৷
advertisement
7/7
প্যাকেজ এ কে জিতেছে তা নিয়ে এখনও কোনও হিন্ট পাওয়া যায়নি৷ তবে সূত্রের খবর ভায়াকম ১৮ ডিজিটাল রাইটস জিতেছে৷
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2023-27 দেখতে কোন টিভি চ্যানেলে আর ফোনে দেখলে কোথায় দেখবেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল