বাড়িতে সুন্দরী বউ থাকতেও জীবনে এসেছিল অন্য মহিলা! এই ফুটবলাররা ধরাও পড়েন হাতেনাতে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Footballers Scam: সুন্দরী স্ত্রী থাকতেও গার্লফ্রেন্ড-এর সঙ্গে রোম্যান্স! এই ফুটবলারদের কাণ্ড জানেন কী!
advertisement
1/5

আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার মেসুট ওজিলের স্ত্রী মডেল এমিনে গুলসে। একটা সময় জার্মানিতে তাঁর সতীর্থ ক্রিস্টিয়ান লেল-এর বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। স্ত্রী তাঁর সম্পর্কের কথা জানতেও পেরেছিলেন। তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি।
advertisement
2/5
২০০৪ সালে ওয়াহিবার সঙ্গে বিয়ে হয়েছিল ফরাসী ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরির। জাহিয়া দেহার নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই সময় দেহারের বয়স ছিল মাত্র ১৭।
advertisement
3/5
আর্সেনাল ও চেলসির তারকা অলিভার জিরাউড ২০১১ সালে বিয়ে করেছিলেন। মডেল সেলিয়া কে-র সঙ্গে যৌনতায় মেতেছিলেন হোটেলের ঘরে। তাও প্রিমিয়র লিগের ম্যাচের আগে। সেই মুহূর্তের ভিঢিও লিক হয়েছিল।
advertisement
4/5
বউ থাকা সত্ত্বেও ফরাসী ফুটবলার প্যাট্রিক এভ্রার নাম জড়ায় অন্য সম্পর্কে। মডেল কার্লা হোয়ের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।
advertisement
5/5
স্পেন ও বার্সেলোনার ডিফেন্ডার পিকে ভালবেসে বিয়ে করেছিলেন পপস্টার শাকিরাকে। সুপারমডেল বার রেফাইলির সঙ্গে পিকের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত শাকিরা ও পিকের বিবাহ বিচ্ছেদ হয়।