সানিয়া মির্জার জীবনের ৫ বিতর্ক! বিয়ে ভাঙা, ছোট্ট পোশাক, তেরঙাকে অপমান!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sania Mirza Controversies: সানিয়া মির্জার জীবনে একের পর এক বিতর্ক। অতীতের সেইসব বিতর্ক নিয়েই এই প্রতিবেদন।
advertisement
1/7

সানিয়া মির্জার নতুন বছরের প্রথম মাসটা দুঃস্বপ্নের মতো কাটল৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক তৃতীয় বিয়ে করেছেন৷ বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের তিক্ততার খবর ঘুরছিল৷ অবশেষে আশঙ্কাই সত্যি হল।
advertisement
2/7
আজ আমরা কথা বলব, সানিয়ার জীবনের ৫টি বিতর্কিত অধ্যায় নিয়ে। সানিয়া অবশ্য কখনওই বিতর্ককে পাত্তা দেননি। তিনি চলেছেন নিজের মতো, মাথা উঁচু করে।
advertisement
3/7
একবার একটি টুর্নামেন্টের সময় সানিয়া জাতীয় পতাকার সামনে পা তুলে ছবি তুলেছিলেন। বিস্তর বিতর্ক হয়েছিল তা নিয়ে। সানিয়া পরে বলেন, সেটা অনিচ্ছাকৃত। তিনি ম্যাচে ফোকাস করেছিলেন, ফলে ব্যাপারটা খেয়াল করেননি।
advertisement
4/7
অনেকেই জানেন না, সানিয়ার সঙ্গে শোহরাব মির্জার সম্পর্কের কথা। তাঁরা বাল্যবন্ধু। বিয়েও ঠিক হয়েছিল তাঁদের। তবে সে সম্পর্ক বাগদানের পরই ভেঙে যায়।
advertisement
5/7
শর্ট স্কার্ট পরে টেনিস খেলতে হয় মহিলা খেলোয়াড়দের। তবে সানিয়ার সেই পোশাক নিয়ে ফতোয়া জারি হয়েছিল। সানিয়া অবশ্য সেসব পাত্তাই দেননি।
advertisement
6/7
২০০৭ সালে একটি মসজিদে বিজ্ঞাপনী শুট করেছিলেন সানিয়া। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
advertisement
7/7
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। তা নিয়েও কথা শুনতে হয় তাঁকে। শোয়েবের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১০ সালে।