TRENDING:

Lovlina Borgohain Files For Divorce: অলিম্পিকে পদক জিতিয়েছিলেন দেশকে, এবার সেই লভলিনার বিয়ে ভাঙার মুখে

Last Updated:
Lovlina Borgohain Files For Divorce: অলিম্পিকে পদক জয়ের পর থেকেই প্রচারের আলোয় অসমের বক্সার।
advertisement
1/5
অলিম্পিকে পদক জিতিয়েছিলেন দেশকে, এবার সেই লভলিনার বিয়ে ভাঙার মুখে
টোকিও অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন। এবার বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ লভলিনা বড়গোঁহাই।
advertisement
2/5
দীর্ঘদিন ধরে নবনীত গোস্বামীর সঙ্গে সম্পর্কে ছিলেন লভলিনা। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। সেই সম্পর্ক এখন ভাঙার মুখে।
advertisement
3/5
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল পারফর্ম করতে পারেননি লভলিনা। তবে কমনওয়েলথ গেমসের জন্য জন্য যোগ্যতা অর্জন করেছেন। লভলিনা বলছিলেন, অলিম্পিকে পদক জয়ের পর বিভিন্ন জায়গা থেকগে সংবর্ধনার জন্য ডাক তাঁর প্রস্তুতিতে বাধা দিচ্ছে।
advertisement
4/5
টোকিও অলিম্পিকে পদক জয়ের পর অসমের বক্সার রাতারাতি সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে এতদিন পর্যন্ত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু শোনা যায়নি।
advertisement
5/5
ঠিক কী কারণে লভলিনা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন, তা জানা যায়নি। তবে হঠাত্ পাওয়া প্রচার যে তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে, তা আগেই জানিয়েছিলেন লভলিনা।
বাংলা খবর/ছবি/খেলা/
Lovlina Borgohain Files For Divorce: অলিম্পিকে পদক জিতিয়েছিলেন দেশকে, এবার সেই লভলিনার বিয়ে ভাঙার মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল