PK Banerjee : ভারতের সর্বকালের সেরা কোচ এবং ফুটবলার পি কে ব্যানার্জির জন্মদিন! ছবিতে দেখুন কিংবদন্তির কিছু মুহূর্ত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Today is the birthday of Indian football legend and coach PK Banerjee. ভারতের সর্বকালের সেরা কোচ এবং ফুটবলার পি কে ব্যানার্জির আজ জন্মদিন
advertisement
1/9

ফুটবলার হিসেবে ভারতের জার্সি গায়ে পি কের সাফল্য প্রচুর। ৪৫ ম্যাচ খেলে ১৫ গোল আছে তার। জাপান এবং ফ্রান্সের মত দলের বিরুদ্ধে গোল রয়েছে পি কের
advertisement
2/9
ভারতবর্ষের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার পি কে ব্যানার্জির আজ ৮৬ তম জন্মদিন। পৃথিবী ছেড়ে চলে গেছেন ২০২০ সালে
advertisement
3/9
কোচ হিসেবে পি কে ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ বলা চলে। ট্রফি জয়ের ক্ষেত্রে তার ধারে পাশে নেই কেউ
advertisement
4/9
পি কে, চুনী এবং বলরাম। ভারতবর্ষের ফুটবলের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বলা হয়ে থাকে এই তিনজনকে
advertisement
5/9
মোহনবাগানের কোচ হিসেবে প্রচুর সাফল্য দিয়েছেন পি কে ব্যানার্জি। তার আমলে ত্রিমুকুট জয় করে মোহনবাগান
advertisement
6/9
ইস্টবেঙ্গল কোচ হিসেবেও পি কে ব্যানার্জির নজির কিছু কম নেই। একাধিক ট্রফি দিয়েছেন লাল- হলুদকে। বিখ্যাত ডায়মন্ড ম্যাচে মোহনবাগানকে চার গোল দিয়েছিল পিকে ব্যানার্জির ইস্টবেঙ্গল। তার হাত ধরেই উত্থান বাইচুং ভুটিয়ার
advertisement
7/9
শুধু ফুটবল নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকরদের মত ভারতের ক্রিকেট আইকনদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন পি কে ব্যানার্জি
advertisement
8/9
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে বিশেষ সম্মান পেয়েছিলেন পি কে ব্যানার্জি। ভারতবর্ষের ফুটবল ইতিহাসে তাকে শতাব্দীর সেরা ফুটবলার সম্মান দেওয়া হয়েছে
advertisement
9/9
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য এবং কাছের মানুষ ছিলেন প্রদীপ কুমার বন্দোপাধ্যায়। অসুস্থ হওয়ার সময় তার খরচ সামলেছিল রাজ্য সরকার