TRENDING:

Titas Sadhu: জিও তিতাস! আগুনে বোলিং বাঙালি পেসারের, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা

Last Updated:
Titas Sadhu: বাঙালি বোলার যেন আগুন ঝরাচ্ছেন, আর ঝাঁঝে পুড়ে যাচ্ছে বিপক্ষ
advertisement
1/6
জিও তিতাস! আগুনে বোলিং বাঙালি পেসারের, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা
INDW বনাম AUS W প্রথম T20I  ম্যাচে ৯ উইকেটে জয় ভারতীয় মহিলা দলের৷  নভি মুম্বইয়ের ডঃ ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে খেলা হয়েছিল৷ আর সেখানেই অজিদের খেল খতম করে দেন উইমেন ইন ব্লু৷ আর এতে মূল নায়কের ভূমিকায় বাংলার তিতাস সাধু৷ Photo Courtesy- Facebook Reel Grab
advertisement
2/6
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন৷ তাঁর ডেপুটি ছিলেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন অ্যালিসা হিলি এবং সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ওডিআইতে হারের প্রতিশোধ হিসেবে টি টোয়েন্টিতে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের মেয়েরা৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
3/6
এদিন টসে জিতে ভারতীয় মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ অধিনায়ক হরমনপ্রীতের প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তকে দলের পক্ষে দারুণ ভাবে কার্যকরী করে দেন তিতাস৷ তাঁর আগুনে প্রথম স্পেলে ৩ উইকেটে কোমর ভেঙে যায় অজি ব্যাটিং লাইনআপের৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
4/6
এদিন তিতাসের বোলিং পরিসংখ্যান ৪ ওভার ১৭ রান দিয়ে ৪ উইকেট৷   অজি মহিলা দল ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায়৷ ১৯.২ ওভারে ১৪১ রানে বান্ডিল হয়ে যায় তাঁদের ইনিংস৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
5/6
এদিকে জয়ের জন্য ১৪২ রান দরকার এই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় মেয়েরা মাত্র এক উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ১৭.৪ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেন হরমনপ্রীত, স্মৃতিরা৷ এদিন হরমনপ্রীত ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন৷ অন্যদিকে স্মৃতিও হাফ সেঞ্চুরি করে নেন৷ তিনি ৫২ বলে ৫৪ করে আউট হন৷ Photo- File
advertisement
6/6
বাংলার তিতাস বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়ছেন৷ ফলে কুর্নিশ কিশোরী আগুনে বোলার৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
বাংলা খবর/ছবি/খেলা/
Titas Sadhu: জিও তিতাস! আগুনে বোলিং বাঙালি পেসারের, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল