Tilak Varma: এশিয়া কাপ জিতিয়েই বড় ঘোষণা করে দিলেন তিলক ভার্মা, কী জানালেন ভারতীয় তারকা?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Tilak Varma: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবা এশিয়া সেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। দেশ জুড়ে চলছে সেলিব্রেশন। এরই মাঝে বড় ঘোষণা তিলক ভার্মার।
advertisement
1/5

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবা এশিয়া সেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। দেশ জুড়ে চলছে সেলিব্রেশন। দেশের নানা প্রান্তে খেলোয়াড়দের জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হচ্ছে। হায়দরাবাদে ফিরলে মিডিয়ার মুখোমুখি হন দলের তরুণ তারকা তিলক ভার্মা। তিনি বলেন, “দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে আমি গর্বিত।”
advertisement
2/5
তিলক জানান, ম্যাচ চলাকালীন আবেগ চরমে পৌঁছেছিল। পাকিস্তান দলের খেলোয়াড়রা একাধিকবার স্লেজিং করেছে, গালি দিলেও ভারতীয় খেলোয়াড়রা শান্ত থেকে জবাব দেন পারফরম্যান্সের মাধ্যমে। তিলক বলেন, “ওরা যতই কথার লড়াই করুক, আমরা মাঠে ব্যাট ও বলেই জবাব দিয়েছি।”
advertisement
3/5
হ্যারিস রউফের নাম করে তিলক বলেন, “সে বিশ্বমানের বোলার হতে পারে, কিন্তু আমি জানি আমি সেরা ব্যাটসম্যানদের একজন।” শিবম দুবে আউট হয়ে যাওয়ার পর তিলকের উপর চাপ বাড়লেও তিনি দায়িত্বশীল ব্যাটিং করেন এবং ৬৯ রানে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেন।
advertisement
4/5
ফাইনাল ম্যাচে ভারত প্রথম দিকে তিনটি দ্রুত উইকেট হারায়। তিলক বলেন, “তখন পরিস্থিতি উত্তপ্ত ছিল, কিন্তু আমি মাথা ঠান্ডা রেখে খেলায় মনোযোগ দিই। বাজে শট খেলে দেশকে হতাশ করিনি।” তিনি দেশ এবং দলের জয়কেই সর্বাগ্রে রেখেছেন বলেও জানান।
advertisement
5/5
শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। তিলক বলেন, তখন আর কোনো চাপ অনুভব করেননি। আত্মবিশ্বাসের সঙ্গেই ম্যাচ শেষ করেন। তিলকের এই সাহসী ইনিংস ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানিয়েছে এবং দেশের ১৪০ কোটির মানুষকে এনে দিয়েছে আনন্দ ও গর্ব।