Tilak Varma: চোট কাটিয়ে বিশ্বকাপে দলে ফিরছেন তিলক বর্মা! নিউজিল্যান্ড সিরিজেই শেষ তারকার ব্যাটারের কেরিয়ার?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Tilak Varma: চোট কাটিয়ে দলে ফিরছেন তিলক বর্মা। বেঙ্গালুরু BCCI Centre of Excellence (CoE)-এর থেকে ছাড়পত্র দেওয়া পেলেই বিশ্বকাপে খেলতে বাধা নেই তিলকের।
advertisement
1/6

চোট কাটিয়ে বিশ্বকাপে দলে ফিরছেন তিলক বর্মা! নিউজিল্যান্ড সিরিজেই শেষ তারকার ব্যাটারের কেরিয়ার?
advertisement
2/6
চোট কাটিয়ে দলে ফিরছেন তিলক বর্মা। বেঙ্গালুরু BCCI Centre of Excellence (CoE)-এর থেকে ছাড়পত্র দেওয়া পেলেই বিশ্বকাপে খেলতে বাধা নেই তিলকের।
advertisement
3/6
BCCI-র একটি সূত্র শনিবার সংবাদমাধ্যম PTI-কে জানিয়েছে, তিলক দ্রুতই CoE থেকে ছাড়পত্র পাবেন এবং ৩ ফেব্রুয়ারি মুম্বইতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ওই সূত্রের খবর, "তিলক পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গিয়েছেন"।
advertisement
4/6
তিলক বর্মা ভারতের গুরুত্বপূর্ণ ব্যাটার, তিন নম্বরে তিনি দলে ফিরলে ঈশানকে সেই জায়গা ছাড়তে হবে। তিলক এখনও পর্যন্ত ৪০টি T20I-তে ১১৮৩ রান করেছেন, তার স্ট্রাইক রেট ১৪৪.০৯, গড় ৫১.৮৩।
advertisement
5/6
২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান করেছিলেন তিলক। মাত্র ৪০টি ম্যাচের কেরিয়ারে দুটি শতরান এবং ছয়টি অর্ধশতরান করেছেন তিনি।
advertisement
6/6
তিলক ভারতীয় দলে ফিরলেও দুর্দান্ত ছন্দে থাকা ঈশান কিসানকে দল থেকে বাদ পড়ার সম্ভাবনা কম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৩ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদমই ছন্দে ছিলেন না সঞ্জু স্যামসন। পাঁচ ম্যাচে ৩৪ বলে মাত্র ৪৬ রান করেন ওপেনার সঞ্জু।