Abhishek Sharma : রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী পেয়ে গেল ভারত! বহুদিন পর এমন মারকাটারি ক্রিকেটার পেল টিম ইন্ডিয়া
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma : মাত্র ২৮৯৮ বলে ৫ হাজারের বেশি রান করেছেন। স্ট্রাইক রেট ১৭২-এর বেশি। ২৫-এরও কম বল খেলে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন সাতবার। সেই অভিষেক শর্মার এবার রোহিতের জুতোয় পা গলানোর পালা।
advertisement
1/6

ভারতীয় ক্রিকেটের এখন নতুন গুঞ্জন। রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এমনিতেই এখন শুধু ওয়ানডে ক্রিকেটে খেলেন হিটম্যান। পরিস্থিতি যেদিকে তাতে আর বেশিদিন ৫০ ওভারের ক্রিকেটেও হয়তো তাঁকে দেখা যাবে না!
advertisement
2/6
এখন প্রশ্ন হল, রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী তা হলে কে! এমন কোন ক্রিকেটার আছেন এই মুহূর্তে যিনি রোহিতের মতো স্কিলফুল, ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেন! ক্রিকেটভক্তদের একাংশ বলছে অভিষেক শর্মার নাম।
advertisement
3/6
মাত্র ২৮৯৮ বলে ৫ হাজারের বেশি রান করেছেন। স্ট্রাইক রেট ১৭২-এর বেশি। ২৫-এরও কম বল খেলে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন সাতবার। সেই অভিষেক শর্মার এবার রোহিতের জুতোয় পা গলানোর পালা।
advertisement
4/6
শুধু ব্যাটার হিসেবে নয়, ষষ্ঠ বোলার হিসেবেও দল চাইলে তাঁকে ব্যবহার করতে পারবে। অভিষেক নিজেও কিন্তু স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলেন। তাঁর ফুটওয়ার্ক দেখার মতো।
advertisement
5/6
যে কোনও বোলারের বিরুদ্ধে ভয়ডরহীন হয়ে খেলতে পারেন। শুরুতেই বড় রান করে দলকে ভাল ভিত গড়তে সাহায্য করতে পারেন। ঝড়ের গতিতে রান তুলতে পারেন, ঠিক যে কোয়ালিটি রয়েছে রোহিত শর্মার।
advertisement
6/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে ৮৪ রান করেন অভিষেক। অর্থাৎ তাঁর ব্যাটিং স্টাইল দেখেই বোঝা যায়, বোলারদের কখনও ঘাড়ে চাপতে দেন না তিনি। বরং শুরু থেকেই নিজের আধিপত্য বিস্তার করতে থাকেন। ঠিক যেমনটা করেন রোহিত শর্মা।