TRENDING:

Rinku Singh: ক্লাস নাইন ফেল তারকা ক্রিকেটার, তিনিই এবার শিক্ষক নিয়োগ করবেন! এমন ঘটনা আগে ঘটেনি

Last Updated:
Rinku Singh- অনেকেই দাবি করছেন, উত্তরপ্রদেশের সরকার যদি রিঙ্কু সিংকে ক্রীড়াবিদ হিসেবে সম্মান দিতে চাইত তবে ক্রীড়াবিভাগেই কোনও দায়িত্ব দিতে পারত। শিক্ষা দফতরে একজন ক্লাস নাইন পাস ক্রিকেটার কী করে শিক্ষক নিয়োগের মতো গুরুতর দায়িত্ব সামলাবেন!
advertisement
1/6
ক্লাস নাইন ফেল তারকা ক্রিকেটার, তিনিই এবার শিক্ষক নিয়োগ করবেন! এমন ঘটনা আগে ঘটেনি
গত কয়েক বছরে তাঁর উত্থান ভারতীয় ক্রিকেটে রকেটের মতো। মূলত কেকেআরের জার্সিতে খেলেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। আর তার জেরে তিনি ভারতীয় দলেও ডাক পান। নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলের এমন উত্থানে গর্বিত হয়েছিল গোটা দেশ। এর আগে তাঁকে নিয়ে কখনও কোনও বিতর্কের সৃষ্টি হয়নি।
advertisement
2/6
সেই রিঙ্কু সিংয়ের সামনে বিয়ে। তাঁর জীবনে সাফল্য় এসেছে। তবে সেইসঙ্গে তাঁর পিছু নিয়েছে বিতর্ক। তিনি সরকারি বিভাগে চাকরি পেয়েছেন। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত।
advertisement
3/6
উত্তরপ্রদেশ মৌলিক শিক্ষা আধিকারিকের (Basic Education Officer Or BSA) চাকরি তাঁকে অফার করা হয়েছে। তার পর থেকেই সমালোচনার কেন্দ্রে তিনি। অনেকেই প্রশ্ন করছেন, নবম শ্রেণীতে ফেল করা রিঙ্কু সিং কীভাবে শিক্ষা দফতরের এমন একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাবেন?
advertisement
4/6
রিঙ্কু সিং এবং সাংসদ প্রিয়া সরোজ সামনের বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিয়ে করবেন বলে জানা যাচ্ছে। রিঙ্কু সিং-এর শ্বশুর জানিয়েছেন যে আসন্ন ঘরোয়া ক্রিকেট দলে তাঁর জামাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিঙ্কু সিং ক্রিকেট টুর্নামেন্টের কারণে ব্যস্ত থাকবেন, তাই তাঁদের বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে। তবে নতুন চাকরি নিয়ে রিঙ্কুকে এখন সমালোচনা হমজ করতে হচ্ছে।
advertisement
5/6
উত্তরপ্রদেশ মৌলিক শিক্ষা দফতরের ডিরেক্টর ভারতীয় দলের তারকা ক্রিকেটারের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। উত্তরপ্রদেশ মৌলিক শিক্ষা দফতর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। আর রিঙ্কুর নিয়োগ নিয়ে প্রশ্নও উঠছে একের পর এক।
advertisement
6/6
অনেকেই দাবি করছেন, উত্তরপ্রদেশের সরকার যদি ওকে ক্রীড়াবিদ হিসেবে সম্মান দিতে চাইত তবে ক্রীড়াবিভাগেই কোনও দায়িত্ব দিতে পারত। শিক্ষা দফতরে একজন ক্লাস নাইন পাস ক্রিকেটার কী করে শিক্ষক নিয়োগের মতো গুরুতর দায়িত্ব সামলাবেন!
বাংলা খবর/ছবি/খেলা/
Rinku Singh: ক্লাস নাইন ফেল তারকা ক্রিকেটার, তিনিই এবার শিক্ষক নিয়োগ করবেন! এমন ঘটনা আগে ঘটেনি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল