কেকেআরের বিরাট চমক! 'এই' কিংবদন্তি আসছেন গম্ভীরের জায়গায়, অনেক বড় নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
KKR Mentor Ricky Ponting- কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের জার্সি গায়ে খেলেছেন। মেন্টর হিসেবে পন্টিং বড় নাম হতে পারে। সেই কারণে তাঁকেই চাইছে শাহরুখ খানের দল।
advertisement
1/7

গম্ভীরের তত্ত্বাবধানে আমূল বদলে গিয়েছিল কেকেআর। গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর কেকেআর হাসতে হাসতে খেতাব জিতেছে। তবে পরের আইপিএলে মেন্টর হিসেব এক কিংবদন্তিকে আনতে চলেছে কেকেআর।
advertisement
2/7
গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
advertisement
3/7
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কেকেআর চারজনের সঙ্গে কথা বলছে। তার মধ্য়ে তিন জন বিদেশি। আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি।
advertisement
4/7
কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের খেলেছিলেন। মেন্টার হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে। সেই কারণে তাঁকেই চাইছেন শাহরুখ খানের দল।
advertisement
5/7
কেকেআরের পছন্দের তালিকায় রয়েছে আরও ২টি বড় নাম। জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকরা। অতীতে কালিস ক্রিকেটার থাকার পরে মেন্টার বা কোচ হিসেবে কাজ করেছেন নাইট রাইডার্সে।
advertisement
6/7
সাঙ্গাকরা আপাতত রাজস্থানে ক্রিকেট ডিরেক্টর রয়েছেন। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর তিনি ছাড়বেন কিনা তা এখনো চূড়ান্ত নয়। ফলে তাঁকে কেকেআর পাবে কি না তা নিশ্চিত নয় এখনও।
advertisement
7/7
কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান পন্ডিত। মেন্টার ছাড়াও ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচের সন্ধানে কেকেআর। সেই নিয়েও কথাবার্তা চলছে। মেন্টরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাকি নাম গুলো ঘোষণা হওয়ার সম্ভাবনা।