TRENDING:

কেকেআরের বিরাট চমক! 'এই' কিংবদন্তি আসছেন গম্ভীরের জায়গায়, অনেক বড় নাম

Last Updated:
KKR Mentor Ricky Ponting- কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের জার্সি গায়ে খেলেছেন। মেন্টর হিসেবে পন্টিং বড় নাম হতে পারে। সেই কারণে তাঁকেই চাইছে শাহরুখ খানের দল।
advertisement
1/7
কেকেআরের বিরাট চমক! 'এই' কিংবদন্তি আসছেন গম্ভীরের জায়গায়, অনেক বড় নাম
গম্ভীরের তত্ত্বাবধানে আমূল বদলে গিয়েছিল কেকেআর। গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর কেকেআর হাসতে হাসতে খেতাব জিতেছে। তবে পরের আইপিএলে মেন্টর হিসেব এক কিংবদন্তিকে আনতে চলেছে কেকেআর।
advertisement
2/7
গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
advertisement
3/7
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কেকেআর চারজনের সঙ্গে কথা বলছে। তার মধ্য়ে তিন জন বিদেশি। আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি।
advertisement
4/7
কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের খেলেছিলেন। মেন্টার হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে। সেই কারণে তাঁকেই চাইছেন শাহরুখ খানের দল।
advertisement
5/7
কেকেআরের পছন্দের তালিকায় রয়েছে আরও ২টি বড় নাম। জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকরা। অতীতে কালিস ক্রিকেটার থাকার পরে মেন্টার বা কোচ হিসেবে কাজ করেছেন নাইট রাইডার্সে।
advertisement
6/7
সাঙ্গাকরা আপাতত রাজস্থানে ক্রিকেট ডিরেক্টর রয়েছেন। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর তিনি ছাড়বেন কিনা তা এখনো চূড়ান্ত নয়। ফলে তাঁকে কেকেআর পাবে কি না তা নিশ্চিত নয় এখনও।
advertisement
7/7
কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান পন্ডিত। মেন্টার ছাড়াও ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচের সন্ধানে কেকেআর। সেই নিয়েও কথাবার্তা চলছে। মেন্টরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাকি নাম গুলো ঘোষণা হওয়ার সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/খেলা/
কেকেআরের বিরাট চমক! 'এই' কিংবদন্তি আসছেন গম্ভীরের জায়গায়, অনেক বড় নাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল