খেলবে না কেকেআর, তাও চলে যাবে ফাইনালে! একমাত্র 'এটাই' পথ, বড় ব্যাপার কিন্তু
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2024 how kkr can qualify for final without playing qualifier: প্রথম দল হিসেবে আইপিএল প্লে-অফে জায়গা পাকা করেছে কেকেআর। তবে কেকেআর কার বিরুদ্ধে খেলবে তা এখনও স্পষ্ট নয়। সানরাইজার্স, রাজস্থান নাকি সিএসকে! সেটা এখনই বলা সম্ভব নয়।
advertisement
1/8

খেলতে হবে না কোয়ালিফায়ার ম্যাচ। না খেলেই কেকেআর কিন্তু চলে যেতে পারে আইপিএল ফাইনালে। ইয়ার্কি নয়, একেবারে আসল খবর জানাচ্ছি আমরা।
advertisement
2/8
আপনি হয়তো এমন প্রতিবেদন দেখে ভাবছেন, ব্যাপারটা হেঁয়ালি। কিন্তু তা একেবারেই নয়। কেকেআরের কাছে ম্যাচ না খেলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে।
advertisement
3/8
প্রথম দল হিসেবে আইপিএল প্লে-অফে জায়গা পাকা করেছে কেকেআর। তবে কেকেআর কার বিরুদ্ধে খেলবে তা এখনও স্পষ্ট নয়। সানরাইজার্স, রাজস্থান নাকি সিএসকে!
advertisement
4/8
গ্রুপ পর্বে এর আগে কেকেআর বনাম গুজরাত ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছে। এবার প্রশ্ন হল, ২২ মে আহমেদাবাদেও বৃষ্টি হলে কী হবে!
advertisement
5/8
এমনিতে কেকেআর ফাইনাল খেলার দুটি সুযোগ পাবে। কোয়ালিফায়াকে হারলেও আরেকটি সুযোগ থাকবে গম্ভীরের দলের সামনে। তবে বৃষ্টি হলে হিসেব অন্য।
advertisement
6/8
বৃষ্টি কেকেআর সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে। কারণ আইপিএলের নিয়ম বলছে, কোয়ালিফায়ার ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে যে দলের পয়েন্ট ও রান রেট বেশি তারা সরাসরি যাবে ফাইনালে।
advertisement
7/8
কোয়ালিফাযারের কোনও রিজার্ভ ডে নেই। ফলে কোয়ালিফায়ার বৃষ্টির জন্য ভেস্তে গেলে কেকেআর সরাসরি খেলবে ফাইনাল। দ্বিতীয় দলকে এলিমিনেটর খেলতে হবে।
advertisement
8/8
২২ মে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। আকাশ পরিষ্কার থাকার কথা। তবে প্রকৃতির খামখেয়ালির কথা কে বলতে পারে!