Gautam Gambhir: 'গুপ্তচর' আছে ভারতীয় দলে! গম্ভীরের মারাত্মক অভিযোগ, ড্রেসিংরমের খবর 'লিক' হয়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir: ওই বৈঠকে সহকারী কোচ অভিষেক নায়ার এবং সরফরাজ খানের বিরুদ্ধে ড্রেসিং রুমের খবর বাইরে ফাঁস করার অভিযোগ এনেছিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর।
advertisement
1/6

ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দল ঘোষণা করল বিসিসিআই। আর সেই দলের ক্যাপ্টেন কে হবে, তা যেন কাঙ্খিত ছিল! সবার প্রত্যাশামতো শুভমান গিলকেই নেতা হিসেবে বাছল বোর্ড। অর্থাৎ ভারত টেস্ট ক্রিকেটে পেয়ে গেল নতুন ক্যাপ্টেন। তবে এই দলবাছাই নিয়ে কিছু প্রশ্ন থেকেই গেল।
advertisement
2/6
সব থেকে বড় প্রশ্ন থেকে গেল শ্রেয়স আইয়ারকে নিয়ে। চলতি মরশুমে তিনি ধারাবাহিক ভাল পারফর্ম করছেন। ফলে অনেকেই আশা করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বোর্ড তাঁকে দলে ঠাঁই দেবে। কিন্তু সেটা হল না। নির্বাচক কমিটি জানাল, এই দলে শ্রেয়স ফিট হন না। ফলে তাঁকে জায়গা দেওয়া যায়নি।
advertisement
3/6
গত বছর নিজ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত টেস্ট অভিষেক করেছিলেন সরফরাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তিনি একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। এবার ইংল্যান্ড সফরেও তাঁকে বাদ দেওয়া হল।
advertisement
4/6
জানা যাচ্ছে, বিসিসিআই পর্যালোচনা সভায় সরফরাজ সম্পর্কে গৌতম গম্ভীর এমন কিছু কথা বলেছিলেন যা অকল্পনীয়। সরফরাজ সম্পর্কে এক মারাত্মক অভিযোগ করেছিলেন টিম ইন্ডিয়ার কোচ গম্ভীর।
advertisement
5/6
অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার হারের পর সেই পর্যালোচনা সভা হয়েছিল। জানা যায়, ওই বৈঠকে সহকারী কোচ অভিষেক নায়ার এবং সরফরাজ খানের বিরুদ্ধে ড্রেসিং রুমের খবর বাইরে ফাঁস করার অভিযোগ এনেছিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর।
advertisement
6/6
টিম ইন্ডিয়ার সহকারী কোচের চাকরি হারিয়েছেন অভিষেক নায়ার। আর সরফরাজও তার পর থেকে আর দলে সুযোগ পাচ্ছেন না। তা হলে কি গম্ভীরের সেই অভিযোগ সত্যি! আর সেই অভিযোগের জেরেই সরফরাজের কেরিয়ার শেষ!