Indian Army: ছেলে বর্তমানে টিম ইন্ডিয়ার ক্রিকেটার, বাবা যুদ্ধে লড়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, কে বলুন তো?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
This Indian cricketer father is an Indian Army: এক ভারতীয় ক্রিকেটারের বাবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতাও রয়েছে। ভারতীয় ক্রিকেচ দলের বর্তমান সদস্য সেই ক্রিকেটার।
advertisement
1/5

ভারতীয় সেনার পুরুষ ও মহিলা অফিসেরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে এশিয়ান গেমস, অলিম্পিক্স, কমনওয়েলথে একাধিবার দেশকে গর্বিত করেছেন।
advertisement
2/5
ক্রিকেটে তেমন নজির না থাকলেও এক ভারতীয় ক্রিকেটারের বাবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতাও রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান সদস্য সেই ক্রিকেটার।
advertisement
3/5
সেই ক্রিকেটার হলে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। তাঁর বাবা নেম চন্দ কারগিল যুদ্ধে দেশ মাতৃকার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।
advertisement
4/5
নেম চন্দ দেশের সামরিক বাহিনীর জওয়ান ছিলেন। কার্গিল যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতাও এর আগে জানিয়েছেন। ধ্রুব জুরেলকেও দেখা গিয়েছে মাঠে ভাল খেলার পর স্যালুট জানিয়ে বিশেষ সেলিব্রেশন করতে।
advertisement
5/5
প্রসঙ্গত, ধ্রুব জুরেল নিজেও একদা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যাতে তিনি ভারতীয় সেনায় যোগ দিতে পারেন। কিন্তু ক্রিকেটকেই পরে বেছে নেন ধ্রুব জুরেল।