Abhishek Sharma : ভারতীয় দলের কোন ক্রিকেটারকে এখন দেখতে সব থেকে সুন্দর? ভাবছেন, শুভমান গিল! বিজ্ঞাপন জগতে আরেকজন 'হিট'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma- ভারতীয় ক্রিকেটের অনুগামী জেন-জি-দের জন্য এখন নতুন স্টাইল আইকন অভিষেক শর্মা। বিজ্ঞাপন সংস্থাগুলি ধীরে ধীরে সেটাই ভাবতে শুরু করেছে যেন! তবে প্রকৃতিগতভাবে শুভমান গিল ও অভিষেকের মধ্যে ফারাক অনেক।
advertisement
1/6

খেলার মাঠ, মাঠের বাইরে-দুই জায়গাতেই তাঁরা বন্ধু। অভিষেক শর্মা ও শুভমান গিল। অনেকেই এখন বলেন, এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন গিলই সব থেকে সুদর্শন ক্রিকেটার। তবে বিসিসিআই ও বিজ্ঞাপনদাতারা কিন্তু অন্য একজনকে ভাবছেন। আর তিনি গিলের সব থেকে কাছের বন্ধু।
advertisement
2/6
ফটোশুটে সপ্রতিভ। ফিট চেহারা, এমনকী ক্যামেরার সামনেও তিনি স্বচ্ছন্দ্য। গলায় মোটা চেন, কানে হীরের দুল, রোদচশমায় চোখ ঢাকা- অভিষেক শর্মা যেন নিজেকে মাঠের বাইরেও মেলে ধরার জন্য প্রস্তুত করে ফেলেছেন!
advertisement
3/6
ইনস্টাগ্রামে অভিষেক শর্মার প্রায় ৭০ লাখ ফলোয়ার। অসংখ্য মহিলা ভক্ত। এমন একজনকে বিজ্ঞারপনের দুনিয়ায় প্রোমোট করতে চাইছে অনেক সংস্থা। এমনকী বিসিসিআই-ও স্টাইলিশ ক্রিকেটার হিসেবে অভিষেককে এগিয়ে রাখছে শুভমানের আগে। খবর আপাতত এমনই।
advertisement
4/6
শোনা যাচ্ছে, শুভমান গিলের বদলে এখন অভিষেক শর্মাকে পোস্টারবয় হিসেবে তুলে ধরতে চাইছে বিসিসিআই। ক্রিকেটের বিপণনে এখন অভিষেক যেন ছাপিয়ে যাচ্ছেন শুভমানকে। বিরাট কোহলি একটা সময় হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট-বিজ্ঞাপনের পোস্টারবয়। এখন বিরাট-পরবর্তী যুগে অভিষেক যেন নতুন কোহলি!
advertisement
5/6
ভারতীয় ক্রিকেটের অনুগামী জেন-জি-দের জন্য এখন নতুন স্টাইল আইকন অভিষেক শর্মা। বিজ্ঞাপন সংস্থাগুলি ধীরে ধীরে সেটাই ভাবতে শুরু করেছে যেন! তবে প্রকৃতিগতভাবে শুভমান ও অভিষেকের মধ্যে ফারাক অনেক। শুভমান যদি চকোলেট বয় হন, অভিষেক কিন্তু মাচো ম্যান।
advertisement
6/6
মাঠের বাইরে বিজ্ঞাপন জগতে শুভমান ও অভিষেকের সুস্থ প্রতিযোগিতা চলছে নীরবে। অভিষেকের জন্য ঝাঁপাতে চায় একের পর এক নামী বিজ্ঞাপনী সংস্থা। তবে মাঠে শুভমান কিন্তু অনেকটাই এগিয়ে। তিনি ক্যাপ্টেন। অভিষেক অবশ্য ওপেনার হিসেবে যা পারফর্ম করছেন তাতে তিনিও নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলবেন খুব তাড়াতাড়িই।