TRENDING:

IPL Final: ইডেন থেকে চলে গেল আইপিএল ফাইনাল! কার জন্য জানেন? এক 'প্রভাবশালী' প্রাক্তন ক্রিকেটার!

Last Updated:
IPL Final- আবহাওয়ার অজুহাত দেখিয়ে কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয় আইপিএল ফাইনাল। এমনকী একটা প্লে-অফের ম্যাচও পেল না ইডেন! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই!
advertisement
1/6
ইডেন থেকে চলে গেল আইপিএল ফাইনাল! কার জন্য জানেন? এক 'প্রভাবশালী' প্রাক্তন ক্রিকেটার!
আবহাওয়ার অজুহাত দেখিয়ে কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয় আইপিএল ফাইনাল। এমনকী একটা প্লে-অফের ম্যাচও পেল না ইডেন! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই!
advertisement
2/6
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এবারের আইপিএল মাঝখানে ৯ দিনের জন্য বন্ধ হয়। তার পর ভারতীয় ক্রিকেট বোর্ড যে নতুন সূচি দিয়েছিল সেখানে ফাইনাল ভেনু হিসেবে ইডেনের নাম ছিল না। আইপিএলের ফাইনাল এবার ৩ জুন। খবর ছিল, ফাইনাল ও প্লে অফের একটি ম্যাচ হবে ইডেনে।
advertisement
3/6
আইপিএলের অলিখিত নিয়ম, টুর্নামেন্ট ফাইনালে যে দু’টো টিম খেলে, পরের বছর সেই দুই ফ্র্যাঞ্চাইজির শহরে আইপিএলের ‘প্রাইজড’ ম্যাচগুলি ভাগাভাগি হয়। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা। আইপিএল চ্যাম্পিয়ন টিম পরের বছর পায় উদ্বোধনী ম্যাচ। সেই সঙ্গে একটা কোয়ালিফায়ার এবং ফাইনাল। তবে এবার তা সত্ত্বেও কলকাতা বঞ্চিত।
advertisement
4/6
বৃষ্টির অজুহাত দিচ্ছে বিসিসিআই। এদিকে, ভারতের অন্য যে কোনও মাঠের থেকে ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল। মুষলধারায় বৃষ্টির পরও ৪৫-৫০ মিনিটে মাঠ রেডি হয়েছে এখানে। তবুও ইডেনকে আবহাওয়ার অজুহাতে বঞ্চিত করল বোর্ড।
advertisement
5/6
একটি প্লে অফের ম্যাচ পেয়েছে পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়াম। জানা যাচ্ছে, তার পিছনে রয়েছে এক প্রভাবশালী প্রাক্তন ক্রিকেটারের হাত। বিসিসিআই-এর কাছে ব্রডকাস্টাররা জানিয়েছে, এমন কোনও জায়গায় ম্যাচ করা যাবে না যেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোর্ডের যুক্তি, আহমেদাবাদ আর পাঞ্জাবে বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
6/6
জানা যাচ্ছে, পঞ্জাবের আইপিএল প্লে-অফের ম্যাচ পাওয়ার পিছনে হাত রয়েছে হরভজন সিংয়ের। চণ্ডীগড় যে ম্যাচ আয়োজনের জন্য তৈরি, তা নাকি ভাজ্জি নিশ্চিত করেছেন। আসলে ভাজ্জি পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান পরামর্শদাতা। মুল্লানপুরে আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ করানোর ব্যাপারে তিনি নাকি খুবই সক্রিয় ছিলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL Final: ইডেন থেকে চলে গেল আইপিএল ফাইনাল! কার জন্য জানেন? এক 'প্রভাবশালী' প্রাক্তন ক্রিকেটার!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল