TRENDING:

Tino Best Love Life: যৌনতা যেন 'জলভাত'! ৬৫০ মহিলার শয্যাসঙ্গী এই ক্রিকেটার, প্রথম প্রেমিকা ছাড়ার পরই...

Last Updated:
Tino Best- টিনো বেস্ট দাবি করেছেন, তাঁর মাথায় চুল না থাকলেও তিনিই এই পৃথিবীর সব থেকে সুন্দর ন্যাড়া পুরুষ। তিনি বলেছেন, নারীসঙ্গ ও যৌনতা তাঁর কাছে জলভাত। টিনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ সালে।
advertisement
1/6
যৌনতা যেন 'জলভাত'! ৬৫০ মহিলার শয্যাসঙ্গী এই ক্রিকেটার, প্রথম প্রেমিকা ছাড়ার পরই...
তাঁকে অনেকেই ভালবেসে নাম দিয়েছেন- ব্ল্যাক ব্র্যাড পিট। তিনি যেন মহিলাদের কাছে বিশেষ আকর্যণ! না হলে কেউ ৬৫০ জন মহিলার সঙ্গে রাত কাটাতে পারে! আর ৫০ বান্ধবী আছে বলেও কি দাবি করা এত সহজ!
advertisement
2/6
টিনো বেস্ট বলেন নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা কিংবা তাদের সঙ্গে ডেট করতে গেলেও, সেটার প্রভাব কোনওদিনও খেলার উপরে পড়তে দেননি। তিনি স্বীকার করেছেন, সকালে ঘুম থেকে ওঠার পর রাতে কী হয়েছে সেই সবের কোনও প্রভাব তার উপর থাকে না। ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট নিজের লেখা বইতে জানিয়েছেন, তিনি ৬৫০ জন মহিলার সঙ্গে রাত কাটিয়েছেন। তার মধ্যে অনেক বিদেশী মহিলাও রয়েছেন।
advertisement
3/6
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার টিনো দাবি করেন, তাঁকে দেখে অনেক সতীর্থ বিদেশ সফরে গিয়ে নারীসঙ্গ উপভোগ করতে শুরু করেন। তিনি ছিলেন সেই সব সতীর্থদের কাছে রোলমডেল। তিনি এটাও জানান, এমন স্বভাব তাঁর শুরু থেকে ছিল না। প্রথম প্রেমিকা তাঁকে ছেড়ে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন। তার পরই তিনি প্লেবয় হয়ে ওঠেন।
advertisement
4/6
টিনো বেস্ট দাবি করেছেন, তাঁর মাথায় চুল না থাকলেও তিনিই এই পৃথিবীর সব থেকে সুন্দর ন্যাড়া পুরুষ। তিনি বলেছেন, নারীসঙ্গ ও যৌনতা তাঁর কাছে জলভাত। টিনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ সালে। দেশের হয়ে ক্রিকেটের তিনটি ফরম্যাটে খেলারই সুযোগ পেয়েছেন তিনি।
advertisement
5/6
টিনো একবার দাবি করেন, তিনি অস্ট্রেলিয়ার মহিলার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন। আর মহিলারাও তাঁর সঙ্গে পছন্দ করেন বলে দাবি করেন টিনো। নিজেকে টাকওয়ালা সুন্দর পুরুষ হিসেবে তিনি দাবি করেছেন বারবার। 
advertisement
6/6
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫টি টেস্ট, ২৩টি একদিনের ম্যাচ ও ৬টি টি২০ খেলেছেন। তবে বরাবরই মাঠের বাইরের কাণ্ড নিয়ে তিনি আলোচনায় থাকতেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Tino Best Love Life: যৌনতা যেন 'জলভাত'! ৬৫০ মহিলার শয্যাসঙ্গী এই ক্রিকেটার, প্রথম প্রেমিকা ছাড়ার পরই...
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল