দুই সন্তানের বাবাকে বিয়ে, ক্রিকেটারকে ভালবেসে কেরিয়ার শেষ! এই নায়িকা সলমানের প্রাক্তন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sangeeta Bijlani- সঙ্গীতা বিজলানি সঙ্গেও আজহারের বিয়ে টেকেনি। তাঁরা এখন যে যার মতো আলাদা থাকেন। তবে একটা সময় তাঁদের মাখোমাখো প্রেম সংবাদমাধ্যমের শিরোনামে থাকত।
advertisement
1/6

সলমান থানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। শোনা যায়, সেই সময় সলমানের সঙ্গে তাঁর বিয়ে পাকা হয়েছিল। এমনকী বিয়ের কার্ড বিলিও হয়েছিল। তবে শেষমেশ অজ্ঞাত কারণে সেই বিয়ে ভেঙে যায়।
advertisement
2/6
শর্মিলা ঠাকুর- মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে অনুষ্কা শর্মা-বিরাটক কোহলি, কেএল রাহুল- আথিয়া শেট্টি, বলিউডের অনেক সেলিব্রিটি ও ক্রিকেটারদের বিয়ে হয়েছে। তবে আজ আমরা এমন একজন বলিউড অভিনেত্রীর কথা বলব, যিনি তার প্রেমের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দেন।
advertisement
3/6
সঙ্গীতা বিজলানি। কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। ১৯৮০ সালে 'মিস ইন্ডিয়া' খেতাব জিতেছিলেন। মিস ইন্ডিয়া খেতাব জেতার পর 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সঙ্গীতা বিজলানি জিততে পারেননি।
advertisement
4/6
১৯৮৮ সালে 'কাতিল' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সেই ছবিতে সঙ্গীতা বিজলানি এবং আদিত্য পাঞ্চোলিকে মুখ্য ভূমিকায় দেখা যায়। শক্তি কাপুর, আমজাদ খান, কিরণ কুমারের মতো অভিনেতারাও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।
advertisement
5/6
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিনের প্রেমে পড়েন তিনি। আজহার তখন দুই সন্তানের বাবা। তাঁদের প্রেম ও সম্পর্ক নিয়ে অনেক গল্প শোনা যায়। এই নিয়ে একটি সিনেমায় রিলিজ করেছিল।
advertisement
6/6
সঙ্গীতা বিজলানি সঙ্গেও আজহারের বিয়ে টেকেনি। তাঁরা এখন যে যার মতো আলাদা থাকেন। তবে একটা সময় তাঁদের মাখোমাখো প্রেম সংবাদমাধ্যমের শিরোনামে থাকত। ১৯৯৬ সালে আজহারের সঙ্গে তাঁর নিকাহ হয়। তার পর ২০১০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এখন বলিউড থেকে অনেক দূরে তিনি। তাঁকে আর প্রায় দেখা যায় না বললেই চলে।