বিরাট কোহলির সঙ্গে প্রেম! এখন বিয়েটাই গেল ভেঙে! সুন্দরী নায়িকার ভেঙেছে মন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tamanna Bhatia-Virat Kohli relation rumor- বিয়ে ভাঙার খবর নিয়ে এখনও কোনও কথা বলেননি তামান্না ও বিজয়। তবে বি-টাউনে জল্পনা, তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
1/5

তাঁর নাম জুড়েছিল ২জন ক্রিকেটারের সঙ্গে। তার মধ্য়ে একজন আবার বিরাট কোহলি। এমনিতে বলিউড আর ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। জানা যায়, একটি বিজ্ঞাপনী শুটের সময় কোহলির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তবে সেই সম্পর্ক নিয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি।
advertisement
2/5
তিনি তামান্না ভাটিয়া। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর বিয়ে ভেঙেছে বলে খবর। ২০২৩ সাল থেকেই বিজয় বর্মার সঙ্গে তামান্নার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। পরে তাঁরা দুজনেই সম্পর্কের কথা স্বীকার করেন।
advertisement
3/5
কখনও বিরাট কোহলি, কখনও পাক তারকা আবদুল রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে তামান্না সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কখনওই সেই সম্পর্কের কথা তিনি স্বীকার করেননি।
advertisement
4/5
স্ত্রী-২ সিনেমায় আজ কি রাত গানের পর থেকে তিনি সুপারহিট। বিজয় বর্মার সঙ্গে তাঁর বিয়ে হবে বলে খবর ছিল। তবে গত কয়েকদিন ধরে জানা যাচ্ছে, তাঁদের বিয়ে ভেঙেছে।
advertisement
5/5
বিয়ে ভাঙার খবর নিয়ে এখনও কোনও কথা বলেননি তামান্না ও বিজয়। তবে বি-টাউনে জল্পনা, তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরস্পরের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলে ঠিক করেছেন বলেও জানা যাচ্ছে।