TRENDING:

শীঘ্রই অবসর নিতে পারেন একাধিক ভারতীয় ক্রিকেটার, তালিকায় একের পর এক তারকার নাম

Last Updated:
ভারতীয় দলের (Team India) একাধিক তারকা ক্রিকেটার রয়েছ যারা দীর্ঘ দিন দলে সুযোগ পাচ্ছেন না। কেউ বয়স বা পারফরম্যান্সের কারণে। এমনও ক্রিকেটার রয়েছে যারা পারফর্ম করেও সুযোগ পাচ্ছেন না। ফলে এবার অবসরের (Retirement) চিন্তা-ভাবনা করছে একাধিক তারকা। খুব সম্ভাবনা ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর (ODI World Cup 2023) পর অবসর ঘোষণা করতে পারেন এই ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketer)।
advertisement
1/7
শীঘ্রই অবসর নিতে পারেন একাধিক ভারতীয় ক্রিকেটার, তালিকায় একের পর এক তারকার নাম
ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার রয়েছ যারা দীর্ঘ দিন দলে সুযোগ পাচ্ছেন না। কেউ বয়স বা পারফরম্যান্সের কারণে। এমনও ক্রিকেটার রয়েছে যারা পারফর্ম করেও সুযোগ পাচ্ছেন না। ফলে এবার অবসরের চিন্তা-ভাবনা করছে একাধিক তারকা। খুব সম্ভাবনা ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর পর অবসর ঘোষণা করতে পারেন তারা।
advertisement
2/7
শিখর ধওয়ান: টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে শিখর ধওয়ান। সাদা বলের ক্রিকেটে ওডিআই ফর্ম্যাটে পাচ্ছিলেন সুযোগ। কিছু সিরিজে অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩ খেলাটাই স্বপ্ন। কিন্তু বর্তমানে একদিনের ক্রিকেট দল থেকেও ব্রাত্য 'গব্বর'। ওডিআই বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করবেন শিখর ধওয়ান। সুযোগ না পেলে তারপর অবসর গ্রহণ করতে পারেন তিনি।
advertisement
3/7
ইশান্ত শর্মা: একদিনের ক্রিকেট ও টি-২০ ক্রিকেটে ভারতীয় দলে কোনওদিনই নিয়মিত সদস্য ছিলেন পেসার ইশান্ত শর্মা। তবে টেস্ট ক্রিকেটে একসময় ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন এই ডান হাতি পেসার। ১০৫টি টেস্ট খেলার নজিরও রয়েছে। ১০০-র বেশি টেস্ট খেলার সৌভাগ্য সব ক্রিকেটারের হয় না। বর্তমানে বয়স ৩৪ পেরিয়েছে। টেস্ট দল থেকেও বাইরে রয়েছেন। ফলে অবসর নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন ইশান্তও।
advertisement
4/7
দীনেশ কার্তিক: ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকও খুব শীঘ্রই অবসর নিতে পারেন। দীর্ঘ দিন ভারতীয় দলের বাইরে ছিলেন। কমেন্ট্রির কাজও শুরু করেছিলেন। তবে ২০২১ আইপিএল নতুন গতি এনেছিল কার্তিকের কেরিয়ারে। ২০২১ আইপিএলে দুরন্ত ব্যাট করে ভারতীয় টি-২০ দলে কামব্যাক করেন ডিকে। সুযোগ পান টি-২০ বিশ্বকাপের দলেও। তবে সেখানে খুব একটা আহামরি পারফর্ম করতে পারেননি তিনি। তারপর থেকে আর দলে জায়গা হয়নি। টি-২০ বিশ্বকাপ শেষ সুযোগ ছিল তাঁর সেটা কার্তিক নিজেও জানতেন। বর্তমানে ফের ধারাভাষ্যের কাজ শুরু করেছেন কার্তিক। তার অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।
advertisement
5/7
ঋদ্ধিমান সাহা: উইকেটের পিছনে অনবদ্য পারফর্ম করেও, ব্যাট হাতে রান করেও ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলার ছেলে ঋদ্ধিমান সাহাকে। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ। তবে তারপরও লড়াই চালিয়ে গিয়েছেন ঋদ্ধি। চলতি আইপিএলেও ভাল পারফর্ম করেছেন। ভেবেছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পাবেন। কিন্তু তাও হয়নি। লাগাতার ব্যর্থ হলেও কেএস ভরত সুযোগ পান। ফাইনালেও ব্যর্থ ভরত। ফলে এবার ঋদ্ধি অবসর ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
6/7
চেতেশ্বর পুজারা: মাঝে লাগাতার অফ ফর্মের ফলে দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন চেতেশ্বর পুজারা। তারপর লড়াই করে কাউন্টি ক্রিকেটে ও ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে ফের দলে ফেরেন পুজারা। তবে জাতীয় দলের হয়ে তাঁর ব্যাট এখনও কথা বলেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ব্যর্থ পুজারা। ক্যারিবিয়ান সফরের দল থেকেও বাদ পডেছেন। অন্য কোনও ফর্ম্যাটে ক্রিকেটও খেলেন না পুজারা। বয়স ৩৫ পেরিয়েছেন। ফলে টানা যদি দলের বাইরে থাকেন তাহলে অবসর নিয়ে নিতে পারেন পুজারা।
advertisement
7/7
পীযুষ চাওলা: দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন লেগ স্পিনার পীযুষ চাওলা। বর্তমানে বয়স ৩৪। যেই বয়সে স্পিনাররা জাতীয় দলের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেন। কিন্তু অশ্বিম, জাদেজাদের ভিড়ে ব্রাত্য তিনি। এবার আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল পারফর্ম করেছেন চাওলা। তবে ভারতীয় দলের দরজা তাঁর জন্য যে বন্ধ তা বুঝে গিয়েছেন। ফলে আর কিছু দিন অপেক্ষা করে অবসর নিতে পারেন তিনিও।
বাংলা খবর/ছবি/খেলা/
শীঘ্রই অবসর নিতে পারেন একাধিক ভারতীয় ক্রিকেটার, তালিকায় একের পর এক তারকার নাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল