Indian Cricketers Who Were Once Poor: ক্রিকেট খেলেই কোটিপতি হয়েছেন এই ক্রিকেটাররা, একসময় ছিলেন খুবই গরীব
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian Cricketers Who Were Poor Once: একটা সময় ভারতীয় দলের এই ক্রিকেটাররা ছিলেন দারিদ্রসীমার নিচে।
advertisement
1/6

ক্রিকেট খেলেই তাঁরা এখন কোটিপতি।প্রতিভার উপর ভর করেই নিজেদের উচ্চতায় নিয়ে গিয়েছেন ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন জসপ্রিত বুমরাহ। একটা সময় তাঁর কাছে টি-শার্ট ও জুতো কেনারও টাকা থাকত না।
advertisement
2/6
ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের বাবা ছিলেন রিক্সাচালক। তবে ছেলেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে তিনি চেষ্টায় ত্রুটি রাখেননি।
advertisement
3/6
একটা সময় ট্রেনে চেপে প্র্যাকটিসে যেতেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। কখনও ট্রাকে চেপে। বাড়ির আর্থিক অবস্থা ছিল শোচনীয়। এখন এই দুই ভাই ভারতীয় ক্রিকেটে বেশ জনপ্রিয়।
advertisement
4/6
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বাবা গার্ডের চাকরি করতেন। মা ছিলেন নার্স। তবে জাদেজা নিজেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন অনেক কষ্ট করে।
advertisement
5/6
এম এস ধোনির উত্থানের কাহিনী কম-বেশি সবারই জানা। সাধারণ মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। একটা সময় ভারতীয় রেলে টিটি হিসেবে চাকরি করতেন তিনি।
advertisement
6/6
ভারতীয় দলের জার্সিতে খেলা টি নটরাজন একটা সময় ছিলেন দারিদ্রসীমার নিচে। তাঁরা পাঁচ ভাই-বোন। পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না।