মদের নেশা ছিল এই ভারতীয় ক্রিকেটারদের! নামগুলো শুনলে চমকে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cricketers who drink: ভারতীয় দলের যে ক্রিকেটারদের দেখা গিয়েছে মদের গ্লাস হাতে!
advertisement
1/6

বিরাট কোহলি। এখন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তিনি। অন্য সব খেলার মতো ক্রিকেটেও ফিটনেসের গুরুত্ব অপরিসীম। তাই মদ্যপান, ধূমপান করে একজন ক্রিকেটারের পক্ষে সেই ফিটনেস ধরে রাখা সম্ভব নয়। সেটা সময়মতো বুঝেছিলেন কোহলি। একটা সময় মদ্যপান করলেও এখন তিনি মদের গ্লস ছুঁয়েও দেখেন না।
advertisement
2/6
২০১২ সালের আগে বিভিন্ন ইভেন্টে বিরাট কোহলিকে দেখা গিয়েছে মদের গ্লাস হাতে। তবে ২০১২ সালের আইপিএলের পর কোহলির জীবন বদলে যায়। তিনি সেবার পারফর্ম করতে পারেননি। তার পরই ঠিক করেন, আগে নিজেকে ফিট করে তুলবেন। যেমন ভাবনা, তেমন কাজ শুরু।
advertisement
3/6
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় কেএল রাহুল বিয়ারের গ্লাস হাতে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে হইচই শুরু হয়। বোর্ডের তরফে দলের ম্যানেজারকে জানানো হয়েছিল, একজন ক্রিকেটারের দায়িত্বশীল আচরণ করা উচিৎ।
advertisement
4/6
তখন সচিন তেন্ডুলকরের কেরিয়ারের একেবারে শুরুর দিক। একবার বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে তাঁর বিয়ার পানের ছবি প্রকাশ্যে এসেছিল। সেসব এখন অতীত। সচিন খেলা ছেড়়েথেন বহুদিন। তবে যখন খেলতেন, তখনও ফিটনেস ধরে রাখতে তিনি মদ্যপান থেকে দূরেই থাকতে শুরু করেন।
advertisement
5/6
বলিউড পার্টি হোক বা পরিবারের গেট টুগেদার, যুবরাজ সিংকে বহুবার মদ্যপান করা অবস্থায় দেখা গিয়েছে। বিগবসের এক প্রতিযোগী আবার তাঁর বিরুদ্ধে মারিজুয়ানা নেওয়ার অভিযোগও করেছিলেন।
advertisement
6/6
২০১৫ সালে অস্ট্রেলিয়া সফরের সময় ইশান্ত শর্মার মদ্যপানের একটি ছবি ভাইরাল হয়ে যায়। সিডজনি ক্লাবের পার্টিতে তিনি, সুরেশ রায়না ও ভুবনেশ্বর কুমার ছিলেন।