TRENDING:

Bangladesh : সাবধান বাংলাদেশ! বিশ্বকাপ খেলতে ভারতে না এলে কী কী হতে পারে? ছেড়ে কথা বলবে না আইসিসি, কড়া নিয়ম

Last Updated:
Bangladesh : জয় শাহর আইসিসি কি নির্বাসিত করতে পারে বাংলাদেশকে? ঘটনাচক্রে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেনে। তবে বাংলাদেশ আর ভারতে আসতে চাইছে না।
advertisement
1/8
সাবধান বাংলাদেশ! বিশ্বকাপ খেলতে ভারতে না এলে কী কী হতে পারে? ছেড়ে কথা বলবে না আইসিসি
রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ গ্রুপ সি-এর ম্যাচগুলি ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে আইসিসিকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সময়সূচি তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলে জানা যাচ্ছে।
advertisement
2/8
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার পর ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। বিসিবি’র তরফ থেকে ইতিমধ্যেই আইসিসি’কে তা জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের যুক্তি, ভারতে ক্রিকেটারদের পাঠাতে নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ বোর্ড।
advertisement
3/8
দুই দেশের রাজনীতিক পরিস্থিতি এখন বেশ অস্থির। ওপার বাংলায় ক্ষণে ক্ষণে উঠছে ভারতবিরোধী স্লোগান। এমন পরিস্থিতিতে মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার পরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
advertisement
4/8
এখন প্রশ্ন হল, বাংলাদেশ দল যদি ভারতে খেলতে না আসে তা হলে তাদের সঙ্গে কী কী হতে পারে! শাস্তি কি হতে পারে! সেটাই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। তবে সবটাই নিয়ম অনুযায়ী দেখতে হবে। এখনও কোনও পাকা খবর নেই।
advertisement
5/8
জয় শাহর আইসিসি কি নির্বাসিত করতে পারে বাংলাদেশকে? ঘটনাচক্রে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেনে। তবে বাংলাদেশ আর ভারতে আসতে চাইছে না। ফলে নির্বাসনের ব্যাপারটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
6/8
প্রথম সম্ভাবনা- আইসিসি বাংলাদেশের ম্যাচ সরানোর আবেদন বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে তাদের শ্রীলঙ্কায় ম্যাচ দেওয়া হতে পারে। এবার বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কা।
advertisement
7/8
দ্বিতীয় সম্ভাবনা- ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বিরুদ্ধে, ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে নামার কথা বাংলাদেশের। তবে বাংলাদেশ খেলতে না এলে তাদের বিপক্ষ দল পুরো পয়েন্ট পাবে। কারণ সেক্ষেত্রে বাংলাদেশ ওয়াক ওভার দিয়েছে বলে ধরা হবে। ২০০৩ বিশ্বকাপে জিম্বাবোয়ে যেতে রাজি ছিল না ইংল্যান্ড। ফলে ওয়াকওভার দিয়েছিল ইংল্যান্ড।
advertisement
8/8
তৃতীয় সম্ভাবনা- ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলতে যায়নি। ফলে সেই জায়গায় আয়ারল্যান্ডকে নেওয়া হয়েছিল। কিন্তু এবার সেটা করতে গেলে সমস্যা আছে। এবার বিশ্বকাপ ২০টি দলের। এর বাইরে স্কটল্যান্ড বা জার্সির মতো দল ছাড়া ক্রিকেট খেলা দেশ সেভাবে নেই। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনও দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করাটাও চাপের হতে পারে আইসিসি-র জন্য।
বাংলা খবর/ছবি/খেলা/
Bangladesh : সাবধান বাংলাদেশ! বিশ্বকাপ খেলতে ভারতে না এলে কী কী হতে পারে? ছেড়ে কথা বলবে না আইসিসি, কড়া নিয়ম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল