মদের গ্লাস দেখলেই পালান 'এই' ভারতীয় ক্রিকেটাররা! একদম অপছন্দ, রয়েছে খুব চেনা নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian cricketers who hate alcohol drinks: খেলার মাঠ আর মদ্যপান, শব্দ দুটো কিছুতেই যেন একসঙ্গে যায় না। এমনকী খেলোয়াড়রা ধূমপান করছেন, এটাও মেনে নেওয়া কঠিন। তবে কিছু ক্রিকেটার মদ্যপান, ধূমপানের বদভ্যেস করে ফেলেন।
advertisement
1/7

খেলার মাঠ আর মদ্যপান, শব্দ দুটো কিছুতেই যেন একসঙ্গে যায় না। এমনকী খেলোয়াড়রা ধূমপান করছেন, এটাও মেনে নেওয়া কঠিন।
advertisement
2/7
তবুও কিছু খেলোয়াড় কেরিয়ারের একটা সময়ে বদভ্যেস করে ফেলেন। তবে কিছু খেলোয়াড় রয়েছেন যাঁরা কখনও মদের গ্লাস হাতে তুলে দেখেননি।
advertisement
3/7
আজ আমরা কয়েকজন ভারতীয় ক্রিকেটারের নাম বলব যাঁরা মদের গ্লাস দেখলেই পালান। অ্যালকোহল একেবারেই অপছন্দ তাঁদের।
advertisement
4/7
মদ বা সিগারেট, কোনওটারই নেশা নেই ভুবনেশ্বর কুমারের। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদামাটা তিনি। বল দুদিকে সুইং করাতে পারেন। ভারতীয় পেস বিভাগে তিনি এখনও অন্যতম ভরসার মুখ। তবে এখন আর তিনি দলের নিয়মিত সদস্য নন।
advertisement
5/7
starsunfolded.com-এর একটি রিপোর্ট বলছে, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় স্মোকিং বা ড্রিঙ্কিং- কোনওটাই করেন না। তিনি যে কোনওরকম নেশাদ্রব্য থেকে চিরকাল শত ক্রোশ দূরে থেকেছেন।
advertisement
6/7
গৌতম গম্ভীরকে একবার মদ প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। তবে তিনি নিজে কখনও মদ্যপান করেননি। এমনকী খেলা ছাড়ার পর সিগারেটের নেশা পর্যন্ত তাঁর নেই।
advertisement
7/7
মদ্যপান একেবারেই অপছন্দ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি কখনও মদের গ্লাস ছুঁয়ে দেখেননি বলেই জানা যায়।