'দ্য গ্রেট খালি'! একসময় দাপিয়ে বেরিয়েছে WWE-এর রিং! এখন দেখলে চেনাই মুশকিল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

দ্য গ্রেট খালি! ৯০-এর দশকের প্রজন্মের কাছে খুবই পরিচিত একটি নাম। ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত অনেকেই তাঁকে সুপারহিরোর মতোই দেখত।
advertisement
2/8
ডবলুডবলুই-তে গ্রেট খালিকে দেখতেই অনেক ভারতীয় এই শো দেখতে শুরু করেন। ডবলুডবলুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী এই হেভিওয়েটের নাম দালীপ সিং রানা। তাঁর জন্ম ২৭ অগাস্ট ১৯৭২ হিমাচল প্রদেশের ধিরাইনার ছোট্ট একটি গ্রামে। আট ভাই বোনের মধ্যে তিনি একজন।
advertisement
3/8
৭ ফুট লম্বা ১৫৭ কেজির দৈত্যাকার খালি মানুষ হিসাবে অত্যন্ত ভাল মনের। শুরু থেকেই পরিবারকে সাহায্য করার জন্য তিনি কাজ করতে শুরু করেন। এরপরে তিনি পাঞ্জাব পুলিশে কাজ করার সুযোগ এবং সেখান থেকেই তিনি শরীরচর্চা করতে শুরু করেন।
advertisement
4/8
এরপরে তিনি মিস্টার ইন্ডিয়া খেতাব জয় করেন দু'বার। তারপর আমেরিকায় গিয়ে তিনি প্রফেশনাল রেসলিং-এ যোগ দেন। বিভিন্ন রেসলিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ২০০৬ সালে খালি ডবলুডবলুই তে সই করেন। সেটাই তাঁর জীবন বদলে দেয়।
advertisement
5/8
আন্ডারটেকারের সঙ্গে দ্বন্দ্বে তাঁর জয় তাঁকে জনপ্রিয় করে তোলে।এরপরে তিনি বিখ্যাত রেসলার যেমন জন সিনা, কেন, রে মিসটিরিও-সহ একাধিক খ্যাতনামা রেসলারের বিরুদ্ধে রেসলিং করেন। ২০০৭ সালে তিনি ব্যাটেল রয়্যালে জিতে নিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে নাম লিখে নেন।
advertisement
6/8
আন্ডারটেকারের সঙ্গে দ্বন্দ্বে তাঁর জয় তাঁকে জনপ্রিয় করে তোলে। এরপরে তিনি বিখ্যাত রেসলার যেমন জন সিনা, কেন, রে মিসটিরিও-সহ একাধিক খ্যাতনামা রেসলারের বিরুদ্ধে রেসলিং করেন। ২০০৭ সালে তিনি ব্যাটেল রয়্যালে জিতে নিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে নাম লিখে নেন।
advertisement
7/8
রিং ছাড়াও বিভিন্ন সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। হলিউড এবং বলিউড-সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। 'দ্য লংগেস্ট ইয়ার্ড', 'গেট স্মার্ট', 'কুস্তি', এবং 'রামা- দ্য সেভিয়ার'-সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
advertisement
8/8
একসময় রিং দাপিয়ে বেড়ানো রেসলার এখন অবশ্য অনেকটাই নিস্তরঙ্গ জীবন কাটাচ্ছেন। তাই তাঁর ভক্তরা এখন বলেন, "আগে তিনি কীরকম ছিলেন আর এখন তিনি কী জীবন কাটান।"